• গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা! সিউড়িতে গ্রেপ্তার দুই সহপাঠী
    প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিউড়ির নাবালিকাকে গণধর্ষণ! অভিযোগের তির তারই দুই সহপাঠীর বিরুদ্ধে। তারাও নাবালক। ঘটনাটি ঘটেছে বীরভূমে। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। শনিবার ধৃতদের সিউড়ির জুভেইনাল আদালত তোলা হয়।

    নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে গৃহশিক্ষকের কাছে পড়তে যায় তিনজন। অভিযুক্ত দুই কিশোর নাবালিকাকে জানায়, গৃহশিক্ষক সকাল আটটার পরিবর্তে সাতটা থেকে পড়াবেন। সেই মতো বাড়ি থেকে বেরয় কিশোরী। অভিযোগ নাবালিকা সেখানে পৌঁছলে সে গণধর্ষণ শিকার হয়। নির্যাতনের পর নাবালিকা বাড়িতে ফিরে এসে সব বিষয় জানায়। তারপরই পরিবারের সদস্যরা সিউড়ি থানায় অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ দুই নাবালকেই আটক করে।

    আজ, শনিবার তাদের সিউড়িতে জুভেনাইল জাস্ট্রিস বোর্ডে পেশ করা হয়। ইতিমধ্যেই নির্যাতিতা নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। সোমবার গোপন জবানবন্দি নেওয়া হবে বলে জানা গিয়েছে। সরকারি আইনজীবী বলেন, “নাবালিকার পরিবার সিউড়ি থানায় অভিযোগ করে তাদের মেয়ে গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল। সেই সময় নাবালিকাকে তার দুই সহপাঠী ধর্ষণ করেছে। অভিযোগ পেয়ে  দুই সহপাঠীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে চার ও ছনম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।”
  • Link to this news (প্রতিদিন)