অভিষেকের ‘ঐক্য’ বার্তার পর বীরভূমে কোর কমিটির বৈঠক, নেই কাজল শেখ!
প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
দেব গোস্বামী, বোলপুর: এসআইআর নিয়ে জনতার বিভ্রান্তি কাটাতে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করা নিয়ে বীরভূমের জেলা নেতৃত্বকে কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার পরদিনই কোর কমিটির বৈঠকে বসল বীরভূমের তৃণমূল নেতৃত্ব। তবে এই বৈঠকেও একতার ছবিটা ধরা পড়ল না। এই বৈঠকে গরহাজির কোর কমিটির অন্যতম সদস্য, জেলা সভাধিপতি কাজল শেখ। এদিনের বৈঠকে এসআইআরের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা জুড়ে সহায়তা কেন্দ্রগুলিতে পরিষেবার বার্তা দিল কোর কমিটি।
শুক্রবার ভারচুয়াল বৈঠক সর্বস্তরে তৃণমূল নেতাদের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজের রূপরেখা ঠিক করে দিয়েছেন। বিশেষ করে বার্তা দিয়েছেন বীরভূম কোর কমিটিকে। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলা হয়েছে বারবার। এরপর শনিবারই বোলপুরের তৃণমূলের জেলা দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠকে বসেন সদস্যরা। এসআইআর প্রক্রিয়া শুরুর আগেই জেলার বাসিন্দাদের সহায়তা বার্তা দিয়েছেন কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। তাঁর কথায়, “নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কর্মী ও বুথ স্তরের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। সাধারণ মানুষকে নথিপত্র জোগাড়ে সাহায্য করবেন তাঁরা। নথি জোগাড়ে যাঁদের অসুবিধা, তাঁদের পাশে দাঁড়াবেনও। একজন প্রকৃত ভোটারও যাতে বাদ না পড়েন, সেটাই আমাদের লক্ষ্য।”
এলাকার সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি মানুষের পাশে দাঁড়িয়ে ভোটার তালিকার প্রতিটি নাম যাচাইয়ে যাতে কেউ বঞ্চিত না হয়, সে বিষয়েই নজর দিতেই কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেন, “এসআইআরের নামে বৈধ ভোটারদের নাম কোন ভাবেই যাতে বাদ না যায় সেজন্য দলীয়ভাবে অঞ্চলে অঞ্চলে এবং পুরসভার ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে। জেলায় বোলপুর, সিউড়ি,রামপুরহাট তিনটি মহকুমা ছাড়াও প্রতিটি বিধানসভায় ওয়ার্ডরুম খোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোর কমিটির বৈঠকে। এছাড়াও এসআইআরের ফর্ম পূরণ বা অন্য কোনও সমস্যা হলে সহায়তা কেন্দ্র থেকে সাহায্য করা হবে।”
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ও বোলপুরে সাংসদ অসিত মাল, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ ও রবি মুর্মু। তবে গরহাজির ছিলেন কাজল শেখ। তিনি জানান, “পূর্ব নির্ধারিত প্রশাসনিক ও দলীয় কর্মসূচি থাকায় আমি কোর কমিটির বৈঠকে উপস্থিত হতে পারিনি। কোর কমিটিতে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরবর্তীতে সদস্যদের কাছ থেকে তা জেনে নেব।”