• অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু! চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে উত্তেজনা
    প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
  • অর্ণব দাস, বারাসত: সরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে উত্তেজনা! চিকিৎসক ও হাসপাতালের কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতির মোকাবিলা করে। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বনগাঁর নিউ ব্যারাকপুরে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ওই যুবকের নাম সবুজ মণ্ডল।

    মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর ৩০-এর ওই যুবকের বাড়ি নিউ ব্যারাকপুর এলাকাতেই। গলব্লাডারে স্টোনের সমস্যা ধরে পড়ে তাঁর। বৃহস্পতিবার রাতে নিউ বারাকপুর পুরসভা পরিচালিত বিসি রায় সাধারণ হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। গতকাল শুক্রবার দুপুরে অস্ত্রোপচার হবে বলে জানান হয়। ওই রোগীকে নির্দিষ্ট সময় অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়।

    অস্ত্রোপচারের পর ওই রোগীর পরিবারকে হাসপাতালের তরফে জানানো হয়, তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। বেশ কিছু সময় পর হাসপাতালের তরফে জানানো হয়েছে মৃত্যু হয়েছে ওই রোগীর। সেই দুঃসংবাদে মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ে ওই যুবকের পরিবারের। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়। পরিবারের অভিযোগ, অপারেশন থিয়েটারে যাওয়ার আগে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পরিবারের সাথে কথা বলেছেন সবুজ। তাহলে অস্ত্রোপচারের পরে কী এমন হল যে রোগীর মৃত্যু হল! ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। পরিবারের অভিযোগ, অপারেশন থিয়েটারে মৃত্যু হতে পারে তাঁর! কেন পরিবারকে সে কথা জানানো হল না?

    এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। রাতে হাসপাতালের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু হয়। মৃতের বাবা সমীর মণ্ডল জানান, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তাঁদের কিছু জানানোই হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি তোলা হয়। ঘটনার পর হাসপাতালে যায় নিউ ব্যারাকপুর থানার পুলিশ। পুলিশের বিরুদ্ধেও মৃতের পরিবার একরাশ ক্ষোভ উগড়ে দেওয়া হয়। হাসপাতাল চত্বরে গভীর রাত পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকে। দীর্ঘ সময় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
  • Link to this news (প্রতিদিন)