• অনলাইন গেমের ‘ফাঁদে’ লক্ষাধিক টাকা খুইয়ে চরম সিদ্ধান্ত পড়ুয়ার! উদ্ধার দেহ
    প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
  • অংশুপ্রতিম পাল, খড়গপুর: অনলাইন গেমের ফাঁদে পড়ে মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা উধাও হয়েছিল। শেষপর্যন্ত নিজেকে শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিকের এক পড়ুয়া! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বং থানার বড়চাহাড়া এলাকায়। মৃতের নাম আকাশ পাল। বাড়ির কাছেই জঙ্গলের একটি গাছ থেকে উদ্ধার হল ওই পড়ুয়ার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ।

    শুক্রবার রাতে বাড়ির কাছে একটি জঙ্গলের গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরে তাকে উদ্ধার করে সবং গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই পড়ুয়া মোবাইলে অনলাইন গেমে আসক্ত ছিল। পড়াশোনাতে তেমন কোনও মন ছিল না বলে অভিযোগ। দিনরাত মোবাইলে বুঁদ হয়ে থাকত! তার বাবা ও দাদা কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। সেখান থেকে তাঁরা মৃত পড়ুয়ার মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মিত টাকা পাঠাতেন সংসার খরচ বাবদ। সেই অ্যাকাউন্ট আবার মা ও ছেলের নামে যৌথ ছিল।

    অভিযোগ, সেই অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যে দেড় লক্ষাধিক টাকা সে তুলে নিয়েছিল অনলাইন গেমে খেলার জন্য। কয়েক দিন আগে গরু কেনার জন্য ধার করে ওই পড়ুয়ার মা ব্যাঙ্কে ৫০ হাজার টাকা জমা করেছিলেন। ওই ছাত্র পুরো টাকাটি তুলে নেয় বলে অভিযোগ। গতকাল, শুক্রবার দুপুরে আকাশের মা ব্যাঙ্কে পাশবই আপডেট করতে গিয়েছিলেন। তিনি দেখেন, পুরো টাকাই উধাও হয়ে গিয়েছে! তারপর তিনি বাড়িতে এসে ছেলেকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। মা ছেলের কাছ থেকে টাকাটি চান। কিন্তু ছেলে তখন টাকা তোলার বিষয়টি অস্বীকার করে টাকা দিতে রাজি হয় না। তখন মায়ের সঙ্গে ছেলের তুমুল বচসা হয়। মা বকাবকি করেন। তারপরেই আকাশ বাড়ি থেকে বেরিয়ে যায়।

    সন্ধ্যা পার হয়ে যাওয়ার পর বাড়িতে না ফেরায় তার খোঁজখবর নেওয়া শুরু হয়। পরে রাতে জঙ্গলের ধারের একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় আকাশকে ঝুলতে দেখা যায়। ঘটনায় পরিবারে শোকের ছায়া। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)