• তৃণমূল কার্যালয়ে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ! নন্দীগ্রামে ধুন্ধুমার
    প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
  • চঞ্চল প্রধান, নন্দীগ্রাম: তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জোর করে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়াল নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের বিরুলিয়া বাজারে। আজ শনিবার নন্দীগ্রামে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগেই তৃণমূলের কার্যালয়ে বিজেপির পতাকা লাগিয়ে দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, প্রতিবাদ করতেই মারধর করা হয় বলেও অভিযোগ শাসকদলের। যা নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ায়। যদিও এমন কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে নন্দীগ্রাম থানার পুলিশ।

    তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে দলীয় বিভিন্ন কাজ চলছিল। সেই সময় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক মিছিল করে এসে তাদের দলীয় কার্যালয়ে বিজেপির পতাকা বেধে দেয় বলে অভিযোগ। ঘটনার তীব্র প্রতিবাদ জানান স্থানীয় তৃণমূল নেতারা। যা নিয়ে বিজেপি এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র বাদানুবাদের পরিস্থিতি তৈরি হয়। এমনকী হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয় বলেও অভিযোগ।

    নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রবীন জানা বলেন, ”দলীয় কার্যালয়ে বসে দলের কাজ করছিলাম। সেই সময় বিজেপির বেশ কিছু উৎশৃঙ্খল কর্মী পার্টি অফিসের সামনে চিৎকার চেঁচামেচি করে এবং পার্টি অফিসে বিজেপির পতাকা লাগিয়ে দেয়।” তৃণমূল নেতার কথায়, তা বাধা দিলে বিজেপি কর্মীরা চড়াও হয় এবং ধাক্কা দেয়। এমনকী এক কর্মীকে মারধর করা হয় বলে বলেও অভিযোগ তাঁর। সম্পূর্ণ ঘটনা ভিডিও করে রাখা হয়েছে। তা সামনে আনা হবে বলেও জানান রবীন জানা। যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা প্রলয় পাল জানিয়েছেন, ”তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ মিথ্যাবাদী দল।” এমনকী এমন কোনও ঘটনা ঘটেনি বলেও দাবি বিজেপি নেতার।
  • Link to this news (প্রতিদিন)