• মহিলা মোর্চার নেত্রীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! ফের প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব!
    প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্রর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। অভিযোগকারী বারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদক। দলের নেত্রীর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।

    রাজ্যস্তরের নেত্রী ফাল্গুনী পাত্রকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেছেন বারাকপুরের নেত্রী তনু খাস্তগীর। পাশাপাশি, তৃণমূলের সঙ্গে যোগসাজশ করে লোকসভা ভোটে বিজেপি প্রার্থীকে হারানোর অভিযোগ তুলেছেন তনু। এই ঘটনায় অস্বস্তি বেড়েছে পদ্ম শিবিরে।

    উল্লেখ্য, ফাল্গুনী পাত্রর হাত ধরেই ২০১৯ সালে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন তনু খাস্তগীর। তিন বছর হল তিনি সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদক। যদিও, অনেকেই জানিয়েছেন বেশ কিছু দিন ধরেই ফাল্গুনীর বিরোধী গোষ্ঠীর সঙ্গে সখ্য বাড়িয়েছেন তনু। এরপর থেকেই সমাজ মাধ্যমে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তিনি।

    এরই মধ্যে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তনু দাবি করেন, “ফাল্গুনী পাত্র আপাদমস্তক একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। উনি তৃণমূলের সঙ্গে সেটিং করে বিজেপির ক্ষতি করার চেষ্টা করছেন। উনি বিজেপি করেন টাকা কামানোর জন‍্য। এখন মরিয়া হয়ে উঠেছেন কী ভাবে বিজেপিকে শেষ করা যায়।” তনুর দাবি, “আজ আমি মুখ খুলেছি, এরপরে আরও দশজন মুখ খুলবে।” গত লোকসভা নির্বাচনে বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের পরাজয়ের জন্যও ফাল্গুনীকে দায়ী করেন তনু। তিনি বলেন, “দলীয় প্রার্থী অর্জুন সিংকে হারানোর জন্য উনি সবকিছুই করেন। তৃণমূলের হয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বলে এসেছিলেন অর্জুন সিংকে ভোট না দিতে।”

    এই অভিযোগকে কেন্দ্র করে, বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে বলেন, “বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব নতুন কিছু নয়। নাম বলে কাউকে উঁচুতে তুলতে চাই না। ওঁদের এই অশান্তি সর্বজনবিদিত।” বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র বলেন, “গোটা ঘটনা দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। নিশ্চয়ই তাঁরা কোনও না কোনও ব্যবস্থা নেবেন।”
  • Link to this news (প্রতিদিন)