তৃণমূল ভয় দেখিয়েছে, তাই এসআইআর-আত্মহত্যা! শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক মিঠুন
প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর ইস্যুতে তৃণমূলের অবস্থান নিয়ে সরব হলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপি জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন বললেন, ‘‘কোথাও তো নির্বাচন কমিশন বলেনি হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না। ভারতীয় মুসলিমদের ভোট দিতে দেওয়া হবে না। তাহলে কার বিরুদ্ধে, কীসের বিরুদ্ধে রাস্তায় নামছে তৃণমূলের নেতা-নেত্রীরা? তৃণমূলের নেতা-নেত্রীরা কি অ-ভারতীয়দের জন্য রাস্তায় নামছেন? এটা তাঁদের কাছে আমার প্রশ্ন থাকল।’’
এদিন হাওড়া ময়দানে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন হলে বিজেপির হাওড়া সদর সাংগঠনিক জেলার কর্মী সম্মেলন ছিল। সেখানে প্রধান বক্তা মিঠুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুরেই বলেন, ‘‘পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে হিন্দুরা থাকলে তাঁরা ভোটের অধিকার পাবেন। ভারতীয় মুসলিমরা ভোটের অধিকার পাবেন। কিন্তু অ-ভারতীয়রা ভোটের অধিকার পাবেন না। আসলে মানুষকে তৃণমূল ভয় দেখাচ্ছে।’’ এই বিজেপি নেতার কথায়, ‘‘সবাইকে একসঙ্গে লড়তে হবে। এটাই আমাদের শেষ লড়াই। যা পরিস্থিতি এখন তাতে এ রাজ্য বাংলাদেশ হয়ে যাবে। এবার আমাদের মরণ-বাঁচনের লড়াই এসে গেছে।’’
এসআইআর আতঙ্কে রাজ্যে আত্মহত্যার অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, ‘‘যাঁরা মারা গিয়েছেন, তাঁদের তৃণমূলের তরফে কেউ না কেউ ভয় দেখিয়েছেন। এমন ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যে মানুষ মরে যাচ্ছেন।’’ তৃণমূলকে পাল্টা প্রশ্ন করে মিঠুন বলেন, ‘‘অ-ভারতীয়দের প্রতি এত ভালোবাসা কেন? বিজেপি কি এসআইআর করছে? কতবার ভূত এসে ভোট দেবে?’’ ভারতীয় মুসলিম না হলে তাঁদের প্রতি তাঁর কোনও সহানুভূতি নেই, এই প্রসঙ্গে বলতে গিয়ে মিঠুন আরও বলেন, ‘‘এই রাজ্যটা বাংলাদেশিদের ধর্মশালা হয়ে গেছে। এখানে বাংলাদেশি মুসলিমরা অবৈধভাবে প্রবেশ করে আরাম করে থাকছে। কেউ কিছু বলার নেই। অন্য রাজ্যে এসব করা যায় না।’’
এদিকে এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পথে নামতে চলেছে রাজ্যের শাসকদল। সূত্রের খবর, ৪ নভেম্বর, মঙ্গলবার অর্থাৎ যেদিন থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলও-রা এসআইআরের কাজ শুরু করবেন, ওইদিনই পথে নামছেন মমতা-অভিষেক। ইতিমধ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে নাম বাদ যেতে পারে, স্রেফ এই আশঙ্কায় রাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে দাবি তুলেছে পরিবারগুলি। তৃণমূলের আশঙ্কা, এসআইআরের নামে বৈধ ভোটারদের নাম বাদ যেতে পারে। বিজেপি সুবিধা পাইয়ে দিতে পরিকল্পিতভাবে এসআইআর করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। শুধু তাই নয়, দেশজুড়ে এনআরসি করার লক্ষ্যে বিজেপি এই পদক্ষেপ করছে বলে অভিযোগ উঠছে।