• ‘টাকা পাবি, ভোট পর্যন্ত আন্দোলন চালা’, আর জি করের অনিকেতের ভাইরাল ভিডিওয় বিতর্ক
    প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কের মুখে আর জি কর আন্দোলনের অন্যতম নেতা, চিকিৎসক অনিকেত মাহাতো। সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে ডাক্তারি পড়ুয়াদের টাকার প্রলোভন দেখিয়ে বিধানসভা নির্বাচন পর্যন্ত আর জি কর আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিতে শোনা গিয়েছে। যদিও ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে ভাইরাল ভিডিওয় অনিকেতের বক্তব্য শুনে অনেকেরই মত, ভোটে অশান্তি বাঁধানোর ছক কষছে এই ‘আন্দোলনকারীরা’।

    অভিযোগ, সম্প্রতি পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে গোপন বৈঠক করতে গিয়েছিলেন অনিকেত মাহাতো। সেখানকার কয়েকজন ডাক্তারি পড়ুয়াকে নিয়ে খাওয়াদাওয়া করতে এক রেস্তরাঁয় যান তিনি। সেখানকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অনিকেত ওই পড়ুয়াদের উদ্দেশে বলছেন, ”স্লোগান দিলে টাকা পাবি। নির্বাচন পর্যন্ত আর জি কর ইস্যুতে আন্দোলন চালিয়ে যা। কিছু লাগলে বলবি।” এই ভিডিও ছড়াতেই তাঁর প্রতি ক্ষোভ তৈরি হয়েছে নাগরিক সমাজে। বিপাকে জুনিয়র ডক্টর্স ফ্রন্টও। ফ্রন্টের মিছিলে পা মেলানো অনেকেই এখন বলছেন, ওদের সঙ্গে এখন আর কোনও সম্পর্ক নেই।

    প্রসঙ্গত, সম্প্রতি অনিকেতের রুটিন বদলির নির্দেশ জারি করে স্বাস্থ্য দপ্তর। তাঁকে বদলি করা হয় আর জি কর মেডিক্যাল কলেজ থেকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে। যদিও এই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে আবেদন জানান অনিকেত। হাই কোর্টের রায় অনুযায়ী, এই মুহূর্তে তিনি আর জি কর মেডিক্যাল কলেজেই কর্মরত। রেস্তরাঁর ভিডিও প্রকাশ্যে আসতেই নাগরিক সমাজ বলাবলি করছে, হাই কোর্টের রায় শিরোধার্য। কিন্তু সেই রক্ষাকবচ ঢাল করে এটা কী করছেন অনিকেত? ভিডিও থেকেই স্পষ্ট, রাজনীতি করা, সরকারকে বিব্রত করাই তাঁর লক্ষ্য। নাম প্রকাশে অনিচ্ছুক তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের অনেক ছাত্রছাত্রীই মানছেন, পূর্ব মেদিনীপুরে অনিকেত ‘বিশেষ এজেন্ডা’ নিয়েই এসেছিলেন। রাজ্য সরকারকে হেয় করতে ইনিয়ে বিনিয়ে টাকার অফারও দিয়েছেন অনিকেত।

    সেই রেস্তোরাঁয় উপস্থিত এক ডাক্তারি পড়ুয়া জানিয়েছেন, ”আর জি করের ঘটনায় দোষীর শাস্তি চেয়ে আমরাও আন্দোলন করেছিলাম। আমরা দোষীর ফাঁসি চাই। কিন্তু অনিকেত এখানে যে কথা বলেছেন, তাতে তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার। আমরা কোনও রাজনীতির মধ্যে নেই। ডাক্তারি পড়তে এসেছি। পড়াশোনা করতে চাই। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানিয়েছেন, রায়গঞ্জ মেডিক্যাল কলেজে দুঃস্থদের চিকিৎসার কথা উঠলেই উধাও। এদিকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে গিয়ে ঘুষ দিয়ে আন্দোলন এগনোর টোপ! বার্তাটা খুব খারাপ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, আর জি করের ন্যক্কারজনক ঘটনার তদন্ত শেষ হয়েছে। মূল অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিয়ে অনিকেত মাহাতোর মাথাব্যাথা নেই। আসল উদ্দেশ্য, বাংলায় নির্বাচনের মুখে অশান্তি পাকানো।
  • Link to this news (প্রতিদিন)