• টিকিট ছাড়া এক্সপ্রেসে ভ্রমণ, একদিনে ফাইন আদায় ৫২,৩৪৫ টাকা, বড় সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের
    এই সময় | ০২ নভেম্বর ২০২৫
  • বিনা টিকিটে সফর না করার জন্য যাত্রীদের বার বার সতর্ক করা হয় রেল কর্তৃপক্ষের তরফে। এই নিয়ে নিয়মিত প্রচারও করা হয়। কিন্তু সেই সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে বহু মানুষ এখনও বিনা টিকিটে সফর করেন, মাঝে মধ্যেই এই অভিযোগ ওঠে। এ বার এই ‘রোগ’ সারাতে বিশেষ উদ্যোগ খড়্গপুর ডিভিশনের। লাগাতার অভিযানের সিদ্ধান্ত।

    শনিবার ১২০৭৪ হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস এবং ১২৮৪১ করমণ্ডল এক্সপ্রেসে অভিযান চালানো হয় রেলের তরফে। সেই সময়েই হাতেনাতে পাকড়াও করা হয় বিনা টিকিটে সফররত যাত্রীদের। জানা গিয়েছে, এই দু’টি ট্রেনে অভিযান চালিয়ে ৭৫ জন এমন যাত্রী পাওয়া যায়, যাঁরা বিনা টিকিটে সফর করছিলেন। তাঁদের জরিমানা করে ৫২ হাজার ৩৪৫ টাকা আদায় করেন টিটিরা। খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার জানান, বৈধ যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষার স্বার্থে এই ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চালানো হবে। যাত্রীদের টিকিট ছাড়া ট্রেনে না ওঠার জন্য ফের একবার আবেদন করেন তিনি।

    উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই যাত্রীদের একাংশের অভিযোগ, টিকিট ছাড়া অনেকে উঠে কামরায় জোর খাটিয়ে অন্যের আসন দখল করেন। টিটি-র হস্তক্ষেপ এবং বিস্তর কাটখড় পুড়িয়ে তাঁদের সেখান থেকে সরাতে হয়। স্বাভাবিক ভাবেই রেলের এই লাগাতার অভিযানের ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)