SIR নিয়ে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগেছে তৃণমূল। রাজ্যে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ঘোষণার পরে পানিহাটি,কোচবিহার, ইলামবাজারে তিন জনের মৃত্যু হয়েছে। এর নেপথ্যে SIR, NRC আতঙ্ক রয়েছে বলে সরব তাঁদের পরিবারের সদস্যরা। এর পরেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদলও। এই পরিস্থিতিতে SIR ইস্যুতে তৃণমূলের অবস্থানের কড়া সমালোচনা শোনা গেল অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর কণ্ঠে।
শনিবার হাওড়া ময়দানে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন হলে বিজেপির হাওড়া সদর সাংগঠনিক জেলার কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখান থেকেই SIR নিয়ে শাসকদলের অভিযোগের পাল্টা সরব হন মিঠুন। তিনি বলেন, ‘যাঁরা মারা গিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা। তবে SIR তো কাউকে ভয় দেখানোর জন্য নয়। তাহলে কি অন্য কেউ ভয় দেখাচ্ছেন?’ তাঁর সংযোজন, ‘অভারতীয়রা ভোটের অধিকার পাবেন না। সবাইকে একসঙ্গে লড়তে হবে। এটাই আমাদের শেষ লড়াই। এটা বাংলাদেশ হয়ে গেলে বাঙালিরা কোথায় যাব?’ তৃণমূল ‘অভারতীয়’-দের জন্য লড়াই করছেন বলে দাবি করেছেন তিনি। একইসঙ্গে SIR হলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শাসকদলকে প্রতিকূলতার মুখে পড়তে হবে বলেও দাবি করেছেন মিঠুন।
যদিও SIR নিয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও গত বিধানসভা ভোটের তুলনায় ২০২৬ সালের ভোটে একটি হলেও বেশি আসন পাবে তৃণমূল এবং বিজেপিকে ৫০-এ নামিয়ে আনার হুঙ্কারও দিয়েছিলেন তিনি।
তাৎপর্যপূর্ণ ভাবে রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী মঙ্গলবার থেকে। আর সেই দিনেই রাজপথে মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ নভেম্বর, মঙ্গলবার দুপুর দেড়টায় রেড রোডে, বিআর আম্বেদকরের মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু হবে। তা যাবে জোড়াসাঁকো পর্যন্ত। সবমিলিয়ে SIR নিয়ে যখন ঝাঁঝালো আক্রমণ করছে রাজ্যের শাসকদল, সেই সময়ে পাল্টা সুর চড়ালেন বাংলায় বিজেপির তারকামুখ মিঠুন।