২০১৪ সালে একটি অনুষ্ঠানে শাহরুখ খানকে ‘ভাই’ সম্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে নায়কের হাতে বেঁধে দিয়েছিলেন তিনি। রুপোলি পর্দার ‘কিং’ শাহরুখের জন্মদিন রবিবার। ২ নভেম্বর এই বিশেষ দিনে ‘ভাই’-কে রাত ১২টার এক মিনিট আগে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন মমতা।
সেখানে মমতা লেখেন, ‘ভাই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার অনবদ্য প্রতিভা এবং করিশ্মা দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করে যাও।’ ভক্তদের কথায়, শাহরুখ একটি বইয়ের পাতা, যা থেকে নতুনের গন্ধ যায় না। সেখানে কোনওদিন হলদে আভা পড়ে না। সংখ্যায় না গিয়ে তাই ভক্তদের দাবি, ‘আজ এক বাদশার জন্মদিন’।
শাহরুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্কের কথা সর্বজন বিদিত। অতীতে দিদির আমন্ত্রণে কলকাতা চলচ্চিত্র উৎসবে বেশ কয়েকবছর উপস্থিত ছিলেন বাদশা খান। ‘কিং’ ছবির শুটিং চলাকালীন একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোট পেয়েছিলেন শাহরুখ। সেই খবর কানে পৌঁছনোর পরে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। ভাইয়ের জন্মদিনে তাই স্নেহ সহযোগে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
অন্যান্য জন্মদিনে শাহরুখের বাংলো মন্নতের সামনে জমে ভক্তদের ভিড়। বাংলোর বাইরে এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়তেন কিং খান। যদিও শোনা যাচ্ছে এ বার আলিবাগে জন্মদিন উদযাপন করবেন তিনি। ইতিমধ্যেই শাহরুখের বন্ধু ফারহা খান, করণ জোহর আলিবাগের উদ্দেশে রওনা দিয়েছেন। ফলে মন্নতের বাইরে এসে কি ভক্তদের দেখা দেবেন শাহরুখ? উঠছে প্রশ্ন।