• মাদ্রাসার হস্টেলে আচমকা অসুস্থ হাসপাতালে প্রায় ১০০ পড়ুয়া, আশঙ্কাজনক ২
    এই সময় | ০২ নভেম্বর ২০২৫
  • আচমকাই অসুস্থ হস্টেলের আবাসিক শতাধিক ছাত্র। ডায়রিয়ায় আক্রান্ত আবাসিক পড়ুয়ারা। সমস্যা শুরু হতেই আক্রান্তদের তড়িঘড়ি ভর্তি করা হয়েছে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনাটি পূর্ব বর্ধমানের আউশগ্রামের।

    জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের আউশগ্রামের পিচকুড়ি নববিয়া মাদ্রাসায় ডায়রিয়ার প্রকোপে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার প্রায় ১০০ জন আবাসিক পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে। খাবারে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

    প্রায় দু’শো জন আবাসিক পড়ুয়া নিয়ে পরিচালিত হয় মাদ্রাসাটি। শনিবার সকাল থেকেই একের পর এক পড়ুয়া অসুস্থ বোধ করতে শুরু করে। পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানার উপসর্গ দেখা যায় তাদের মধ্যে। বিকেলের পর থেকে অসুস্থের সংখ্যা হু-হু করে বাড়তে থাকে।

    স্থানীয় মানুষ, পুলিশ ও শিক্ষকরা মিলে তড়িঘড়ি অসুস্থ পড়ুয়াদের উদ্ধার করে শনিবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বেশ কয়েকজন পড়ুয়াকে বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে।

    মাদ্রাসার সভাপতি শেখ আসরফ আলি বলেন, ‘শনিবার সকাল থেকে দু'একজন পড়ুয়া অসুস্থ বোধ করতে শুরু করে। বিকাল থেকে আরও কয়েকজন বমি,পাতলা পায়খানা ও পেটে ব্যথা শুরু হওয়ায় গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।’ বর্ধমান মেডিক্যালের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রায় শতাধিক পড়ুয়া চিকিৎসাধীন। ২ জন পড়ুয়াকে ICU-তে রাখা হয়েছে। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশও।

  • Link to this news (এই সময়)