• ডাবল ইঞ্জিন নয়, বিহারকে নিয়ন্ত্রণ করছে দিল্লি: প্রিয়াঙ্কা
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৫
  • বেগুসরাই: বিহারের নীতীশ কুমার সরকার ডাবল ইঞ্জিন নয়।  সবটাই নিয়ন্ত্রিত হয় দিল্লি থেকে। শনিবার বেগুসরাইয়ে ভোটের প্রচারে এভাবেই বিজেপিকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। বিহারের বেকারত্ব, পরিযায়ী শ্রমিক নিয়েও জেডিইউ-বিজেপি সরকারকে একহাত নিয়েছেন সোনিয়া-তনয়া। ‘ভুয়ো জাতীয়তাবাদে’র আড়ালে বিজেপি জ্বলন্ত সমস্যাগুলি থেকে মানুষের নজর থেকে সরানোর চেষ্টা করছে বলেও তিনি দাবি করেছেন। 

    ভোটার তালিকায় স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিউ (এসআইআর)-র প্রসঙ্গও উঠে এসেছে কংগ্রেস নেত্রীর ভাষণে। তিনি বলেছেন, ভারতীয় সংবিধানের সবচেয়ে বড় আর্শিবাদ ভোটাধিকার। এসআইআরের মাধ্যমে ৬৫ লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের সেই অধিকারকেও ক্ষুন্ন করেছে কেন্দ্রের এনডিএ সরকার। তিনি বলেন, ‘প্রথমে ওরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে সংঘাতের পরিবেশ তৈরি করেছে। তারপরেও বিভিন্ন সমস্যা থেকে মানুষের নজর ঘোরানো যায়নি। তাই এবার ভোটচুরি করছে।  নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির প্রথমসারির নেতাদেরও তীব্র কটাক্ষ করেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেছেন,  বিজেপি নেতারা এসে আপনাদের ২০ বছরের ভবিষ্যৎ পরিকল্পনা বা ২০ বছর আগের অতীতের কাহিনী শোনান। নেহরু, ইন্দিরাজির সমালোচনা করেন। কিন্তু বেকারত্ব বা পরিযায়ী শ্রমিক নিয়ে তাঁদের মুখে কোনও কথা শোনা যায় না।’ প্রিয়াঙ্কা বলেছেন, ‘কলকারখানা, আইআইটি, আইআইএম কারা তৈরি করেছিল? উত্তরটা হল কংগ্রেস ও নেহেরুজি।’  মোদি জমানায় সরকারি সংস্থাগুলির বেসরকারিকরণের প্রতিবাদেও সরব ওয়েনাড়ের সাংসদ।  ছবি: পিটিআই
  • Link to this news (বর্তমান)