• ৫২টি আসনের অংকে ঝুলছে বিহারের ভাগ্য! গত বিধানসভায় জয়ের ব্যবধান ছিল ৫ হাজারেরও কম
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৫
  • শুভঙ্কর বসু, পাটনা: নির্বাচনী উত্তাপে ফুটছে গোটা বিহার। সময় যত এগোচ্ছে, ততই চড়ছে পারদ। আজ, রবিবার পাটনায় রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, ১২ দিনে ১২০টি জনসভার টার্গেট নিয়ে গোটা বিহার চষে ফেলছেন তেজস্বী যাদব। আর এই হাইভোল্টেজ লড়াইয়ে সব অংক বদলে দিতে পারে বিহারজুড়ে ছড়িয়ে থাকা ৫২টি আসন!

    কেন এমন মনে করা হচ্ছে? ২০২০ সালের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে  এনডিএ’র থেকে মাত্র ১৫টি আসনে পিছিয়ে ছিল ‘মহাগটবন্ধন’। গত নির্বাচনের ফলাফলের চুলচেরা বিশ্লেষণে দেখা যাচ্ছে, মোট ৫২টি সিটে জয়ের ব্যবধান ছিল ৫ হাজারেরও কম। যার মধ্যে অন্তত ৩০টি আসনে আড়াই হাজারের কম ছিল ব্যবধান। ১০টি আসনে জয়ী প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল এক হাজারের কম। শুধু তাই নয়, সাতটি আসনে ব্যবধান ছিল ৫০০-র নীচে। তাই এবার এই ৫২ সিটকেই ‘পাখির চোখ’ করছে বিবদমান সব পক্ষ। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও সেই বাড়তি গুরুত্ব স্পষ্ট হয়েছে। 

    গত বিধানসভায় এই ৫২টি সিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৫টি‌তে জয় পেয়েছিল আরজেডি। ন’টি গিয়েছিল কংগ্রেসের ঝুলিতে। এছাড়াও সিপিআই, সিপিএম এবং সিপিআইএমএল, অর্থাৎ বামেরা পেয়েছিল তিনটি আসন। ১৩টি গিয়েছিল জেডিইউর দখলে। এছাড়া বিজেপি ১০টি, ভিআইপি ২ এবং চিরাগ পাসোয়ানের এলজেপি একটি আসনে জয় পেয়েছিল। 

    পরিসংখ্যান অনুযায়ী, গত নির্বাচনে নালন্দার হিলসা আসনে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সেখানে মাত্র ১২ ভোটে জয় পেয়েছিল জেডিইউ। আবার শেখপুর জেলার বারবিঘা বিধানসভা আসনে মাত্র ১৩৩ ভোটে জয় পায় নীতীশের দল। ১৮৯ ভোটে হাজারিবাগের রামগড়ে জয় পেয়েছিল আরজেডি। উত্তরপ্রদেশের সীমানা লাগোয়া গোপালগঞ্জ জেলার তফসিলি জাতি অধ্যুষিত ভোরে আসনে মাত্র ৪৬২ ভোটে সিপিআই (এম এল) প্রার্থীকে পরাজিত করেছিল জেডিইউ। রোহতাস জেলার দেহরি আসনে আরজেডির কাছে ৪৬৪ ভোটে হেরে যায় বিজেপি। তারাই আবার বেগুসরাইয়ের বাছওয়ারা আসনে সিপিআই প্রার্থীকে মাত্র ৪৮৪ ভোটে হারিয়ে জয় পায়। জামুই জেলার চকাই বিধানসভা আসনে এক নির্দল প্রার্থীর কাছে ৫৮১ ভোটে হেরে যান আরজেডি প্রার্থী। 

    এছাড়াও মুজফ্ফরপুরের কুরহানিতে আরজেডির কাছে ৭১২ ভোট এবং‌ বেগুসরাইয়ের বাখরি আসনে সিপিআইয়ের কাছে ৭৭৭ ভোটে হার হয়েছিল বিজেপির। খাগারিয়া জেলার পরবত্তা বিধানসভা আসনে হাজারের কিছু কম অর্থাৎ‌ ৯৫১ ভোটে আরজেডির প্রার্থীকে পরাজিত করে জেডিইউ। সব মিলিয়ে এই ৫২টি কেন্দ্রের মধ্যে ‘মহাগটবন্ধন’-এর দখলে ছিল ২৭টি আসন এবং এনডিএ’র দখলে গিয়েছিল ২৫টি। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এবার পাটনার কুর্সি কার দখলে যাবে, তা অনেকাংশে নির্ভর করছে এই ৫২টি আসনের ফলাফলের উপর। যদিও জেডিইউ মুখপাত্র নীরজ কুমারের দাবি, ‘বিরোধীদের কোনও অংকই এবার মিলবে না। ফের মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার।’ বিজেপির রাজ্য সম্পাদক রাজেশ বর্মা বলেন, ‘গত লোকসভা নির্বাচনে আমরা এই ৫২টি আসনে যথেষ্ট ভালো ফল করেছি। এবার বিরোধীরা আমাদের তুলনায় কয়েক যোজন দূরে।’ আরজেডি মুখপাত্র ইজাজ আহমেদের দাবি, ‘এটা এলাকাভিত্তিক ইস্যুর নির্বাচন। লোকসভা নির্বাচনের তত্ত্ব এই নির্বাচনে খাটবে না।’
  • Link to this news (বর্তমান)