জেএনইউ ছাত্র সংসদ বামেদের থেকে কাড়তে মরিয়া এবিভিপি
বর্তমান | ০২ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি: আগামী ৪ নভেম্বর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন। শেষ পর্যায়ের প্রচারে কোনও খামতি রাখতে নারাজ দুই প্রতিপক্ষ। একদিকে বাম ঐক্যজোট এবং অন্যদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। বামেদের জোটে রয়েছে আইসা, এসএফআই এবং ডিএসএফ। তাঁদের দাবি, গণতন্ত্রের প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবারের লড়াই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবরকম ভেদাভেদের ঊর্ধ্বে নিয়ে যেতে চান তাঁরা। অন্যদিকে, এবিভিপির হাতিয়ার জাতীয়তাবাদ। বামেদের তরফে সভাপতি পদে প্রার্থী অদিতি মিশ্র। আন্তর্জাতিক অধ্যয়ন বিভাগের পিএইচডি গবেষকের অভিযোগ, এই নির্বাচন এমন একটা সময় হচ্ছে যখন দেশের মহিলাদের উপর অপরাধ বাড়ছে, অথচ নেতারা মহিলাদের স্বাধীনভাবে চলাফেরা করাকেই দোষ দিচ্ছেন। বাম ঐক্যজোটেরর যুগ্ম সম্পাদক পদ প্রার্থী দানিশ আলির অভিযোগ, ‘দেশজুড়ে দলিত ও মুসলমানদের উপর আক্রমণ বেড়েই চলছে, এবিভিপি সেই বিভাজনমূলক রাজনীতি ক্যাম্পাসে আনতে চাইছে।’ তবে এবিভিপির দাবি, তারা জেএনইউ-তে নিজেদের অবস্থান আর শক্ত করেছে। বামপন্থীরা ‘বিভ্রান্ত ও দুর্বল। স্লোগান নয়, বাস্তবে মাঠে নেমে কাজ করায় আমরা বিশ্বাসী।’