নয়াদিল্লি: ডান হাতে ট্যাটু থাকলে সশস্ত্র বাহিনীতে চাকরি পাওয়া যাবে না। অথচ বাঁ হাতে ট্যাটু থাকলে সমস্যা নেই। দীর্ঘদিনের এই নিয়মের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলল দিল্লি হাইকোর্ট। সম্প্রতি ডান হাতে ট্যাটু থাকার জন্য সিআরপিএফের মোটর মেকানিক পদে চাকরির জন্য এক যুবককে ‘আনফিট’ ঘোষণা করা হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিপিন কুমার নামে ওই যুবক। বিপিন আদালতে জানান, তিনি অস্ত্রোপচার করে ওই ট্যাটু মুছে ফেলবেন। কিন্তু তাঁকে যেন ‘অযোগ্য’ ঘোষণা করা না হয়। দিল্লি হাইকোর্টে বিচারপতি সি হরি শঙ্কর ও বিচারপতি ওমপ্রকাশ শুক্লার ডিভিশন বেঞ্চ স্বরাষ্ট্র মন্ত্রকের চাকরি সংক্রান্ত নির্দেশিকা নিয়েই প্রশ্ন তোলে। বেঞ্চের বক্তব্য, ডান হাতে ট্যাটু থাকলে কেন বাহিনীতে চাকরির জন্য অযোগ্য ঘোষণা করা হবে, তা বোধগম্য হচ্ছে না।