• আজ নৌসেনার জন্য কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ ইসরোর
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: প্রতীক্ষার অবসান। আজ রবিবার, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করছে ‘সিএমএস-০৩’। এই কৃত্রিম উপগ্রহের সাহায্যে নৌসেনার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। ভারতীয় উপকূল থেকে ২ হাজার কিমির মধ্যে সহজেই তথ্য আদানপ্রদান করা যাবে। যার ফলে আরও নিখুঁত হবে সামরিক অভিযান। উপগ্রহটিকে গন্তব্যে পৌঁছে দেবে ইসরোর ‘বাহুবলী’ রকেট এলভিএম-৩। এর আগে সাতটি অভিযানে ৬ লক্ষ ৪২ হাজার কেজির এই রকেট ব্যবহার করে ইসরো। যার মধ্যে অন্যতম চন্দ্রযান-৩। সব ক্ষেত্রেই এসেছে সাফল্য। জানা গিয়েছে, সন্ধ্যা ৫টা ২৬ নাগাদ সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশ যাত্রা করবে সিএমএস-০৩। ২০১৩ সাল থেকে যোগাযোগ ব্যবস্থায় নৌবাহিনীকে সাহায্য করছে জিএসএটি-৭ (রুক্মিণী)। ‘অপারেশন সিঁন্দুর’ চলাকালীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রুক্মিণী। এবার সেই উপগ্রহের জায়গা নিতে চলেছে সিএমএস-০৩।
  • Link to this news (বর্তমান)