নয়াদিল্লি ও রেওয়া: অপারেশন সিন্দুরে সুনির্দিষ্ট নীতি এবং প্রযুক্তিকে হাতিয়ার করেই লড়াই করেছে ভারতীয় সেনাবাহিনী। ওই অভিযানে পাকিস্তানের সাধারণ মানুষ বা সেনার উপর হামলা চালানো হয়নি। মধ্যপ্রদেশের রেওয়া সেনা স্কুলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি আরও বলেন, ‘আমরা শুধুমাত্র জঙ্গি এবং তাদের মূল মাথাদের নিশানা করেই ওই অভিযান চালিয়েছি।’ একইসঙ্গে সাধারণ মানুষকেও বিকশিত ভারতের লক্ষ্য পূরণে এগিয়ে আসার আহ্বান জানান সেনাপ্রধান। তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে দেশের সব নাগরিককেই কাজ করতে হবে। চীনের আগ্রাসন নিয়ে এদিন প্রশ্ন তোলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, আমাদের বিশ্বাস ভারত-প্রশান্ত মহাসাগরীয় পথ উন্মুক্ত থাকা উচিত। আর এক্ষেত্রে কোনওরকম বিতর্ক থাকা উচিত নয়। ওই এলাকায় চীনের আগ্রাসন নিয়ে উষ্মা প্রকাশ করে এমনটাই জানান রাজনাথ। আগ্রাসন রুখতে প্রশান্ত মহাসাগরীয় সব দেশেরই নিরাপত্তার ক্ষেত্রে এগিয়ে আসা উচিত বলে তিনি মন্তব্য করেছেন।