নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারে এনডিএ সরকারের আমলে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়ছে রাজ্যের চাষিরা। বিধানসভা নির্বাচনের মাত্র ছ’দিন আগে শনিবার এসংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরে মোদি বিরোধিতায় সোচ্চার হয়েছে কৃষক সংগঠনগুলি। বিহারের কৃষকদের কাছে আর্জি জানিয়ে সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, রাজ্যের ভোটে বিজেপি, জেডিইউ এবং এনডিএর অন্য কোনও শরিক দলকে একটি ভোটও কেউ দেবেন না। বরং তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। সংযুক্ত কিষান মোর্চার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার চাষিদের স্বার্থরক্ষায় বিন্দুমাত্র আগ্রহী নয়। বরং তাদের বিভিন্ন সিদ্ধান্তে দেশব্যাপী গরিব কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। কৃষক সংগঠনগুলির অভিযোগ, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। কিন্তু সেই আশ্বাসের পর প্রায় চার বছর কেটে গেলেও এবিষয়ে আর কোনও উচ্চবাচ্যই করেনি কৃষিমন্ত্রক। এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এব্যাপারে আর কোনও উদ্যোগ নেননি। তাই যেসব রাজ্যে বিজেপি সরকার আছে, সেই রাজ্যগুলিতে কৃষকদের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। সংযুক্ত কিষান মোর্চার দাবি, ২০১৬-১৭ আর্থিক বছর থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত বিহারে চাষিদের মোট আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৭১ হাজার ৭৭৪ কোটি টাকা। এর মধ্যে ২০২৪-২৫ আর্থিক বছরে বিহারে প্রায় ১০ হাজার কোটি আর্থিক ক্ষতি হয়েছে।