• অন্ধ্রপ্রদেশে নবনির্মিত মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৯
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৫
  • অমরাবতী: ছোটো জায়গা। ভিড়ের চাপে প্রাণপণে বেরনোর চেষ্টা করছেন শতাধিক ভক্ত। কেউ শ্বাসকষ্টে মাটিতে লুটিয়ে পড়েছেন। কেউ চিৎকার করছেন—বাঁচাও... বাঁচাও। মাটিতে লেগে চাপ চাপ রক্ত। মুহূর্তে কী হয়ে গেল, কিছুই বুঝতে পারছেন না কেউ। নবনির্মিত মন্দির চত্বরে এদিক-ওদিক পড়ে রয়েছে জলের বোতল, প্রসাদের ঝুড়ি আর নিথর দেহ। সিঁড়িতে বসে ছেলের পা জড়িয়ে সমানে কেঁদে চলেছেন এক মহিলা। একটু দূরে আর এক মহিলা উন্মাদের মতো আর্তনাদ করছেন আর কপাল চাপড়াচ্ছেন। পাশে পড়ে থাকা প্রিয়জনের বুকে বারবার কান পেতে হৃদস্পন্দন শোনার চেষ্টা করছেন। শনিবার সকালে এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশ। শ্রীকাকুলাম জেলার কাশীবুগ্গায় ‘মিনি তিরুপতি’ বলে পরিচিত ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ৯ জনের। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। জখম কমপক্ষে ১৭। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। জানা গিয়েছে, কার্তিক মাসের একাদশীর পুণ্য তিথিতে মন্দিরে পুজো দিতে শয়ে শয়ে ভক্ত ভিড় জমিয়েছিলেন। অত্যধিক ভিড়ের চাপেই এই পদপিষ্টের ঘটনা।

    ঠিক কী কারণে হুড়োহুড়ি শুরু হল, তা এখনও স্পষ্ট নয়। তবে এলাকায় জনপ্রিয় এই ‘মিনি তিরুপতি’ মন্দিরের অব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, এক প্রবীণ ব্যক্তির জমিতেই গড়ে উঠেছে মন্দিরটি। মাত্র চারমাস আগে সেটির উদ্বোধন হয়। যদিও মন্দিরের সব কাজ এখনও শেষ হয়নি। প্রবেশ-প্রস্থানের পথ ছিল একটাই। ছোটো জায়গা দিয়ে শয়ে শয়ে ভক্ত বেরতে গিয়েই এদিন দুর্ঘটনা ঘটে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কাশিবুগ্গার ডিএসপি লক্ষ্মণ রাও। ঘটনায় সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ ও আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও তিনি ঘোষণা করেন।’ শোকস্তব্ধ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। জানিয়েছেন, দ্রুত একটি কমিটি গঠন করে পুরো বিষয়টির তদন্ত করা হবে। 
  • Link to this news (বর্তমান)