ভোপাল: সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীর অনুষ্ঠান চলাকালীন প্রবল উত্তেজনা মধ্যপ্রদেশের সাতনায়। এক ক্রেন অপারেটরকে সপাটে চড় কষিয়ে দিলেন বিজেপি সাংসদ গণেশ সিং। শুক্রবার ঘটনাটি ঘটে সাতনার সেমরিয়া চকের কাছে। বল্লভভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষ্যে আম্বেদকরের মূর্তির সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরসভার ওই হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে আম্বেদকরের মূর্তিতে মালা দেওয়ার চেষ্টা করছিলেন সাংসদ। হঠাৎ করেই সেটি আটকে যায় ও কয়েক সেকেন্ড সাংসদকে অপেক্ষা করতে হয়। কিছুক্ষণ পর সেটি চালু হলে ক্ষুব্ধ গণেশ সিং ক্রেন অপারেটর গণেশ কুশওয়াকে ডেকে আনেন। তারপর সপাটে তাঁর গালে চড় মারেন। গোটা ঘটনার ভিডিও রেকর্ড মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, হাইড্রলিক বক্স থেকে সাংসদ চিৎকার করতে করতে বেরিয়ে আসছেন। তারপর তিনি ক্রেন অপারেটরকে চড় মারছেন। চোখের সামনে এহেন ঘটনা দেখে উপস্থিত পুলিশ ও সরকারি অফিসাররা কার্যত বাকরুদ্ধ হয়ে যান।
কংগ্রেসের তরফে এই ঘটনার কড়া নিন্দা করা হয়েছে। ক্ষমতার ঔদ্ধত্যের কারণেই সাংসদ এহেন আচরণ করেছেন বলে দাবি হাত শিবিরের। কংগ্রেসের মুখপাত্র অভিনব বারাউলিয়া বলেন, ‘এটাই বিজেপি নেতাদের আসল রূপ। নিজেদের সরকারের কর্মচারীদের সঙ্গেই তাঁরা এহেন জঘন্য আচরণ করছেন।’