• বিজেপির অভিযোগ, বিএলওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড় পুরসভা এলাকার ১৬৭ নম্বরে বুথ লেভেল অফিসার (বিএলও) হয়েছিলেন পূর্ণিমা বন্দ্যোপাধ্যায়। বিজেপি’র নেতা বিশাল জয়সওয়াল তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করলেন। সেখানে তিনি বলেন, পূর্ণিমাদেবী টিটাগড় মহিলা তৃণমূলের সভানেত্রী পদে আছেন। তিনি কী করে বিএলও হলেন? তাঁকে সরানোর দাবি জানান ওই বিজেপি নেতা। সেই দাবি মেনে নির্বাচন কমিশন পূর্ণিমা বন্দ্যোপাধ্যায়কে বিএলও পদ থেকে সরিয়েও দেয়।

    এ ব্যাপারে পূর্ণিমা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি ’৯৮ সাল থেকে ভোটের কাজ করছি। নির্বাচন কমিশনের হয়েও কাজ করি। তখন তো কেউ অভিযোগ করেনি। এখন বিজেপি’র অভিযোগে আমাকে সরিয়ে দেওয়া হল। বিজেপি’র অভিযোগ সম্পর্কে দমদম বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক বলেন, যে কেউ যে কোনওরকম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হতে পারেন। সিপিএমকে সমর্থন করেন, এমন অনেকে তো নির্বাচন কমিশনে কাজ করেন। তাহলে নির্বাচন কমিশন কি গুজরাত থেকে লোক নিয়ে আসবে? 
  • Link to this news (বর্তমান)