• মধ্যমগ্রাম, হাবড়া: বুথ লেভেল এজেন্টদের নিয়ে বৈঠক তৃণমূল বিধায়কদের
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো শনিবার মধ্যমগ্রাম ও হাবড়ায় বুথ লেভেল এজেন্টদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল বিধায়করা। মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ পুরসভার নজরুল শতবার্ষিকী ভবনে বুথ লেভেল এজেন্টদের কাজকর্ম নিয়ে আলোচনা করেন। রথীন বলেন, ভোটারদের সুবিধার জন্য পুরসভার প্রতিটি ওয়ার্ডে একটি করে হেল্প ডেস্ক করা হবে। অন্যদিকে, হাবড়া পুরসভা ও গ্রামীণ এলাকায় বৈঠক করেন জ্যোতিপ্রিয় মল্লিক। বৈঠকে বার্তা দেওয়া হয় যে, বিএলওদের সঙ্গে দলীয় এজেন্টরা যেমন যাবেন, তেমনই সাধারণ মানুষকেও শামিল করতে হবে। তিনি বলেন, দলের নির্দেশমতো বিএলএদের নিয়ে বৈঠকে সব কিছু পরিষ্কার করে জানানো হয়েছে। তাছাড়া আমিও বিষয়টিতে নজরদারি করব। বিধায়ক অফিসে করা হবে ওয়ার রুম। অন্যদিকে, আজ রবিবার অশোকনগরে বিএলএদের নিয়ে বৈঠক করবেন বিধায়ক নারায়ণ গোস্বামী। 
  • Link to this news (বর্তমান)