নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের নয়া অধিকর্তা হিসেবে দায়িত্ব নিলেন বিক্রম সিং। কলকাতা বিমানবন্দরের সর্বোচ্চ এই পদে এতদিন দায়িত্বভার পরিচালনা করছিলেন পি আর বেউরিয়া। শনিবার থেকে বিক্রম সিং কলকাতার দায়িত্ব গ্রহণ করেছেন। বিমানবন্দর পরিচালনা এবং ব্যবস্থাপনার সঙ্গে গত ৩০ বছর ধরে তিনি যুক্ত। এর আগে কিছু সময়ের জন্য তিনি কলকাতা বিমানবন্দরের একটি পদে দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে পদোন্নতি হয় তাঁর। মুম্বই, দিল্লি বিমানবন্দরের উচ্চপদে কর্মরত ছিলেন। এবার তিনি কলকাতা বিমানবন্দরের সর্বোময় কর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।