বারবার জোট ভাঙায় মানুষ বিশ্বাস করে না, মূল্যায়ন মান্নানের
বর্তমান | ০২ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: বারবার জোট গঠন। আর বারবার তা ভেঙে ফেলা। এর ফলে রাজ্যের মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে কংগ্রেস আর সিপিএম। বিরোধী কোনও দল নয়, এই মূল্যায়ন কংগ্রেসেরই প্রবীণ নেতা আবদুল মান্নানের। বনগাঁয় এক অনুষ্ঠানে শনিবার এই কথা বলে জোটের প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা মান্নানবাবু।
মান্নান এদিন সরাসরি বলেন, ‘আমরা অনেক ভুল করেছি। বারবার জোট করছি আবার ভেঙে দিচ্ছি। এতে মানুষ আমাদের বিশ্বাস করছে না।’ আর আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট প্রসঙ্গে বলেন, ‘ভোটের মুখে জোট মানুষ ভালোভাবে নেয় না। সারাবছর একসঙ্গে থাকলে গ্রহণযোগ্যতা বাড়ে।’ ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে বনগাঁয় অনুষ্ঠান হয়। এসেছিলেন মান্নান। ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের সম্পাদক পলাশ দাস। প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা জেলা (গ্রামীণ) কংগ্রেস সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চট্টোপাধ্যায় প্রমুখ।