কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাডজাঙ্কট প্রফেসর’ হয়ে ফিরছেন শান্তা দত্ত
বর্তমান | ০২ নভেম্বর ২০২৫
অর্পণ সেনগুপ্ত, কলকাতা: অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব শেষ হওয়ার পর এবার অ্যাডজাঙ্কট প্রফেসর (কার্যত অতিথি অধ্যাপক) হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিরছেন শান্তা দত্ত দে। জানিয়েছেন, পড়ুয়াদের স্বার্থে বিনা পারিশ্রমিকেই এই দায়িত্ব পালন করবেন তিনি। অধ্যাপক হিসেবে অবসর নেওয়ার পর অন্তর্বর্তী উপাচার্য হিসেবেও তিনি কোনও পারিশ্রমিক নেননি। সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে (বিহারীলাল কলেজ ফর হোম অ্যান্ড সোশ্যাল সায়েন্স হিসেবে পরিচিত) ক্লাস নিতে দেখা যেতে পারে তাঁকে।
শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক আশুতোষ ঘোষ। এর মাধ্যমে অধ্যাপক শান্তা দত্তর বহু আলোচিত এবং বিতর্কিত কার্যকাল শেষ হয়েছে। ২০২৪ সালেই তাঁকে অ্যাডজাঙ্কট প্রফেসর করার বিষয়ে বিভাগ থেকে প্রস্তাব গিয়েছিল। শান্তাদেবী বলেন, ‘সিন্ডিকেটে সেই প্রস্তাব পাশ হয়। রেজিস্ট্রার সেই নিয়োগপত্র তৈরিও করে রেখেছিলেন। আমি উপাচার্য থাকায় সেই দায়িত্ব নিতে পারিনি। পরশু সেই দায়িত্ব শেষ হওয়ার পর রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে নিয়োগপত্র নিয়েছি। সোমবার থেকে ক্লাস নেব। আমার বিভাগও (ফুড অ্যান্ড নিউট্রিশন) এতে খুব খুশি।’ তবে শান্তাদেবীর বিরোধী পক্ষের দাবি, বিভাগীয় বৈঠক ছাড়াই এই প্রস্তাব সিন্ডিকেটে গিয়েছিল। বিভাগের এক অধ্যাপক জানান, এনিয়ে বিভাগে কোনও বৈঠক হয়নি। এ বিষয়ে শান্তাদেবীর বক্তব্য, ‘বিভাগীয় বৈঠক হয়নি ঠিকই। তবে ফুড অ্যান্ড নিউট্রিশনের শিক্ষকরা এতে সই করেছিলেন। কয়েকজন শিক্ষক দিয়ে স্নাতক ও স্নাতকোত্তরের ক্লাস চলছে। তাই তাঁরা অনিবার্যতা জানতেন। হিউম্যান ডেভেলপমেন্টের অধ্যাপকদের মধ্যে কেউ কেউ সই করেছিলেন বলেও শুনেছি।’ সিন্ডিকেটের এক সদস্য বলেন, ‘এভাবে পুরোনো চিঠির মাধ্যমে কাজে যোগ দেওয়ার বিষয়টি একেবারেই মেনে নিতে পারছি না। সিন্ডিকেট বৈঠকে বিষয়টি উঠলে এর বিরোধিতা করা হবে।’ নয়া উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, ‘বিষয়টি পুরোনো। ঘটনাপরম্পরা কিছু জানি না। রেজিস্ট্রার বলতে পারবেন হয়তো।’ তবে রেজিস্ট্রার দেবাশিস দাসকে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।