• বেআইনি কল সেন্টার চালানোর অভিযোগে শহরে গ্রেফতার তিন
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি কল সেন্টার চালানোর অভিযোগে গ্রেফতার তিন। কলকাতা পুলিশের সাইবার থানার গোয়েন্দারা শুক্রবার রাতভর অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে এঁদের গ্রেফতার করেছেন। ধৃতরা হল, জয় দাস (৩১), আমির খান (৩৫), শেখ সাকিল আহমেদ (৩৬)। পাশাপাশি ৩টি মোবাইল, ১টি ল্যাপটপ, ১টি রাউটার সহ একাধিক নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। লালবাজার সূত্রের খবর, সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাজারের সাইবার থানার গোয়েন্দারা কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোড, তপসিয়া এবং নয়াবাদে এই অভিযান চালান। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি সহ তথ্যপ্রযুক্তি আইনের একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)