• আলিপুর পুলিশ কোর্টে ৫টি এজলাস বিচারকশূন্য, সমস্যায় বিচারপ্রার্থীরা
    বর্তমান | ০২ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুর পুলিশ কোর্টে ১০টির মধ্যে ৫টিতে নেই কোনও বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (জেএম)। ফলে ওই সমস্ত কোর্টে ক্রমশ বাড়ছে মামলার পাহাড়। থমকে রয়েছে শুনানিও। তীব্র হয়রানির শিকার হচ্ছেন বিচারপ্রার্থীরা। তাঁদের অনেকেরই বক্তব্য, মামলার শুনানি না হওয়ায় সময় এবং অর্থ দুই ক্ষতি হচ্ছে। আশা করব, দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করা হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, এই সমস্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে রয়েছে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন থানা এলাকার মামলা। এইসব কোর্টে ফৌজদারির পাশাপাশি খোরপোশ, পারিবারিক হিংসা প্রতিরোধক সংক্রান্ত বিভিন্ন মামলাও চলছে। কিন্তু বিচারকশূন্য থাকায় এই সমস্ত মামলার বিচার থমকে রয়েছে। আলিপুর আদালতের আইনজীবী সংগঠনের কর্তা সুব্রত সর্দার শনিবার বলেন, যে পাঁচটি বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আছেন, সেই সব বিচারককে বিভিন্ন মামলায় গোপন জবানবন্দি, টিআই প্যারেডের মতো আইনি কাজে দিতে হয় দীর্ঘ সময়। তার উপর রয়েছে তাঁদের এজলাসে একাধিক মামলার শুনানি। সব মিলিয়ে পরিস্থিতি করুণ। এই আদালতের আইনজীবী দীপঙ্কর মণ্ডল বলেন, গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকবার জেলা আদালত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আইনজীবী সংগঠনের পক্ষ থেকে। কিন্তু কাজ কিছু হয়নি। ফলে সমস্যায় পড়তে হচ্ছে আইনজীবী থেকে সাধারণ বিচারপ্রার্থীকে। এদিকে, বিচারপ্রার্থীদের একাংশের বক্তব্য, পুজোর ছুটির কারণে এমনিতেই বেশ কিছুদিন আদালত বন্ধ ছিল। গত সপ্তাহে কোর্ট খুলেছে। তারপর পাঁচটি এজলাসে বিচারক না থাকায় বহু মানুষকে পড়তে হচ্ছে হাজারও সমস্যায়।
  • Link to this news (বর্তমান)