কুরবান শা হত্যা মামলায় প্রথম তদন্তকারী অফিসারের সাক্ষ্য শেষ
বর্তমান | ০২ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাশকুঁড়ায় তৃণমূল নেতা কুরবান শা হত্যা মামলায় শনিবার প্রথম তদন্তকারী পুলিশ অফিসারের সাক্ষ্য শেষ হল। এদিন কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে চলে ওই শুনানিপর্ব। এই মামলার বিশেষ সরকারি কৌঁসুলি গণেশ মাইতি জানান, প্রথম তদন্তকারী পুলিশ অফিসারের সাক্ষ্য শেষ হওয়ার পর দ্বিতীয় তদন্তকারী পুলিশ অফিসারের সাক্ষ্য শুরু হয়। তবে সেই সাক্ষ্যপর্ব অসমাপ্ত থাকে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী সোমবার। এনিয়ে এই মামলায় সাক্ষীর সংখ্যা গিয়ে দাঁড়াল ৮৮ জন। এদিন এই হত্যা মামলায় আট অভিযুক্তই আদালতে হাজির ছিলেন। জানা গিয়েছে, ২০১৯ সালে পাশকুড়ায় তৃণমূল নেতা কুরবান শা দলীয় অফিসে নৃশংসভাবে খুন হন। পুলিশ একটি খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্তে নামে। গ্রেফতার করা হয় আট অভিযুক্তকে। পরবর্তী সময় উচ্চ আদালতের নির্দেশে মামলাটি তমলুক থেকে কলকাতার বিচারভবনে স্থানান্তরিত হয়।