এসএসসি-র একাদশ–দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ এই সপ্তাহেই, দ্রুত শেষ হবে নিয়োগ প্রক্রিয়া
দৈনিক স্টেটসম্যান | ০২ নভেম্বর ২০২৫
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় অগ্রগতি। কমিশন সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুক্রবারের মধ্যেই প্রকাশিত হতে চলেছে একাদশ–দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। ফল ঘোষণার পরই শুরু হবে ডকুমেন্ট যাচাই ও ইন্টারভিউ। ওই প্রক্রিয়া শুরু হলে নবম–দশম শ্রেণির ফলাফলও প্রকাশ করা হবে।
রাজ্যের স্কুল সার্ভিস কমিশন দপ্তর সূত্রের খবর, নিয়োগ দ্রুত শেষ করতে নথি যাচাই করা হবে কেন্দ্রীয় ভাবে। কিন্তু ইন্টারভিউ হবে আঞ্চলিক ভাবে। কারণ ১৯৯৭ সালে এসএসসি গঠনের পর থেকেই ইন্টারভিউ আঞ্চলিক দপ্তরগুলিতেই হয়। অতিমারির সময় ২০২১ সালে বিশেষ পরিস্থিতিতে একবার কেন্দ্রীয়ভাবে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ নেওয়া হয়েছিল। সেই ব্যতিক্রম বাদ দিলে সব ইন্টারভিউ আঞ্চলিক স্তরেই সম্পন্ন হয়েছে।
বর্তমানে এসএসসি-র পাঁচটি অঞ্চল— পূর্ব, উত্তর, পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব। শিক্ষা দপ্তরের এক কর্তা জানান, ‘ফলাফল প্রকাশের পর দ্রুততার সঙ্গে ইন্টারভিউ শেষ করা জরুরি। তাই কেন্দ্রীয় ভাবে নয়, আগের মতোই আঞ্চলিক ভাবে কাজ হবে।’
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছে এই বিশালাকার নিয়োগপ্রক্রিয়া। দু’টি স্তর মিলিয়ে মোট শূন্যপদ ৩৫ হাজার ৭২৬টি। এর মধ্যে একাদশ–দ্বাদশে শূন্যপদ ১২ হাজার ৫১৪টি। আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন, যার মধ্যে বিশেষভাবে সক্ষম ৩ হাজার ১২০ জন। পরীক্ষায় বসেছেন মোট ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন, যা ৯৩ শতাংশ। আবার নবম–দশম শ্রেণিতে শূন্যপদ ২৩ হাজার ২১২টি। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন প্রার্থী।
এদিকে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে নিয়মে আনা হয়েছে বড় পরিবর্তন। এবার ১০০ শূন্যপদের জন্য ডাকা হবে ১৬০ জন প্রার্থীকে। আগে যেখানে অনুপাত ছিল ১:৪। সেই হিসাবে ৩৫ হাজার ৭২৬ শূন্যপদের জন্য ডাকা হবে মোট ৬০ হাজার প্রার্থীকে। এক শিক্ষা দপ্তরের আধিকারিক জানান, একাদশ–দ্বাদশে শূন্যপদ কম হওয়ায় ইন্টারভিউতে ডাকা হবে প্রায় ২১ হাজার প্রার্থীকে। ফলে এই ধাপ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
কমিশন সূত্রের খবর, পরীক্ষার্থীরা যে মডেল প্রশ্নপত্র চ্যালেঞ্জ করেছিলেন, তা যাচাইয়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। কোন প্রশ্ন সঠিক, তা ফল প্রকাশের আগে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।