• ‘বাহুবলী’ রকেট থেকে সবচেয়ে ভারী স্যাটেলাইট লঞ্চ করবে ISRO, কখন, কোথায়, কীভাবে দেখবেন?
    এই সময় | ০২ নভেম্বর ২০২৫
  • ভারতের মাটি থেকে সবচেয়ে ভারী স্যাটেলাইট লঞ্চ করবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশন বা ইসরো। ৪ হাজার কেজিরও বেশি ওজনের ওই স্যাটেলাইটের নাম সিএমএস-০৩ (CMS-03)। এলভিএম৩-এম৫ রকেটের মাধ্যমে রবিবার বিকেলে এই স্যাটেলাইট ভারতের মাটি থেকে যাবে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিট (GTO)-এ। বিপুল পরিমাণ ওজন বহনে সক্ষম এই রকেট ‘বাহুবলী’ হিসেবেও পরিচিত। শনিবার থেকেই এই স্যাটেলাইট লঞ্চের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।

    ইসরোর তরফে জানানো হয়েছে, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রবিবার বিকেল ৫টা ২৬ মিনিটে লঞ্চ করা হবে এই স্যাটেলাইটের। ৪৩.৫ মিটার লম্বা এমভিএম-৩ রকেটের মাধ্যমে তা লঞ্চ করা হবে। এই স্যাটেলাইটের ওজন প্রায় ৪ হাজার ৪১০ কেজি।

    সিএমএস-০৩ একটি মাল্টিব্র্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট। মূলত কমিউনিকেশন সংক্রান্ত পরিষেবার জন্যই এই স্যাটেলাইট লঞ্চ করছে ইসরো। এর মাধ্যমে গোটা ভারতের ভূখণ্ডের পাশাপাশি সমুদ্র এলাকায় কমিউনিকেশন সংক্রান্ত পরিষেবা মিলবে। কবে এই স্যাটেলাইট ভারত থেকে লঞ্চ করতে চলা সবচেয়ে ভারী স্যাটেলাইট। কিন্তু এর থেকেও ভারী স্যাটেলাইট তৈরি করেছে ইসরো। জিস্যাট-১১ নামের সেই স্যাটেলাইট ২০১৮ সালে লঞ্চ করা হয়েছিল ফ্রান্সের কওরও লঞ্চ বেস থেকে।

    রবিবার বিকেল ৫টা ২৬ মিনিয়ে ভারতের মাটি ছেড়ে  এমভিএম-৩ রকেট সিএমএস-৩কে নিয়ে উড়ে যাবে। ইসরোর অফিশিয়াল ইউটিউব পেজ থেকে এই লঞ্চ দেখতে পাবেন দেশবাসী। বিকেল ৫ টার আগে থেকেই এ সংক্রান্ত লাইভ সম্প্রচার শুরু হবে।

  • Link to this news (এই সময়)