ভোটের আগে আজ শেষ রবিবারের প্রচার। বিহারে রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরা ও নওয়াদায় সমাবেশের পরে পাটনায় মেগা রোড শো তাঁর। গত বছর লোকসভা ভোটের পর থেকে এই নিয়ে তৃতীয় বার পাটনায় Rally করবেন তিনি। ২৪৩ আসনের বিহার বিধানসভায় দুই দফায় ভোট হবে। প্রথম দফা ৬ নভেম্বর, দ্বিতীয় দফা ১১ নভেম্বর। প্রথম দফায় ১২১টি কেন্দ্রের ভোট।
দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
জন সূরাজ সমর্থক দুলারচাঁদ যাদবকে খুনের ঘটনায় গ্রেপ্তার বিহারের প্রাক্তন বিধায়ক অনন্ত সিং। নীতীশ কুমারের JD(U)-এর প্রার্থী তিনি। মোকামা বিধানসভায় প্রচারে গিয়ে খুন হন দুলারচাঁদ।
লন্ডনের ট্রেনে ছুরি নিয়ে হামলার অভিযোগ। কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার গভীর রাতে কেমব্রিজশায়ারে এই ঘটনা ঘটে। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পড়ুন
মহিলাদের বিশ্বকাপ ফাইনাল আজ। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। বিকেল ৩টে থেকে ম্যাচ শুরু হবে। আজ যদি হরমনপ্রীত কৌররা জেতেন, তা হলে নতুন ইতিহাস গড়বে ভারতের মহিলা ক্রিকেট টিম। পড়ুন
সকাল থেকে যান চলাচল বন্ধ দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুতে। দুপুর ২টোর পর থেকে আবার যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হবে। কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, সেতুর রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য সকাল ৬টা থেকে সেতুতে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প রাস্তা হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। পড়ুন