আধাসেনার চাকরিতে উল্কি নিয়ে বিভ্রান্তি! আদালতের প্রশ্নের মুখে কেন্দ্র
প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁহাতের বাহুতে ট্যাটু বা উল্কি আঁকা থাকলে আধাসেনায় যোগ দেওয়ার ব্যাপারে কোনও অসুবিধা নেই। কিন্তু ডান হাতের বাহুতে ট্যাটু থাকলেই আগ্রহী ও যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে দেওয়া হয়। ডান হাত ও বাম হাতের ক্ষেত্রে কেন আলাদা নিয়ম! এক মামলাকারীর আবেদনের শুনানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এমন নিয়ম নিয়ে প্রশ্ন তুলল দিল্লি হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি হবে আগীমা ১৭ নভেম্বর।
সিআরপিএফ-এ মোটর মেকানিক ভেহিকল পদে আবেদনকারী বিপিন কুমার নামে এক যুবক পিটিশন জমা করেন। তাঁর অভিযোগ ছিল, তাঁর ডান হাতের বাহুতে উল্কি আঁকা আছে এই কারণ দেখিয়ে তাঁকে অযোগ্য ঘোষণা করে দিয়েছে সিআরপিএফ। বিপিন এই বাতিল ঘোষণাকে চ্যালেঞ্জ করে জানিয়েছিলেন ওই উল্কি তিনি অপারেশন করে মুছে ফেলতে চান।
সেই মামলারই শুনানিতে বিচারপতি সি হরি শঙ্কর ও বিচারপতি ওম প্রকাশ শুক্লার ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়োগ সংক্রান্ত নিয়মাবলির কথা উল্লেখ করেন। তাতে লেখা আছে, বাহুর ভিতরের দিকে উল্কি করার অনুমতি আছে। কিন্তু তা শুধুমাত্র বাঁ হাতের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ সেই হাত দিয়ে স্যালুট করা হয় না। এমন অদ্ভুত নিয়ম জেনে কিছুটা বিভ্রান্ত ও বিরক্ত হয়ে দিল্লি হাই কোর্টের বেঞ্চ বলে, “প্রাথমিকভাবে আমরা বুঝতে পারছি না যে, একজন প্রার্থীর ডান বাহুতে ট্যাটু থাকার কারণে কীভাবে তাঁকে সেনাবাহিনীতে নিয়োগের জন্য অযোগ্য ঘোষণা করা যেতে পারে।”
আধাসেনার নিয়ম অনুযায়ী, ডান হাতে, বিশেষ করে স্যালুটিং হাতে ট্যাটু থাকলে চাকরি পাওয়া কঠিন, কারণ এটি সামরিক বাহিনীর নিয়ম এবং নীতির পরিপন্থী। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যেমন বাম হাতের কনুইয়ের ভিতর থেকে কবজি পর্যন্ত বাহুর ভিতরের দিকে ট্যাটু অনুমোদিত হতে পারে, তবে তা অবশ্যই নিয়ম অনুযায়ী হতে হবে।