• ভয়াবহ দুর্ঘটনা উলুবেড়িয়ায়! ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মহিলার
    প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
  • মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: রবিবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা উলুবেড়িয়ায়। মুম্বই রোডের পানপুর মোড়ে ডাম্পারের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু মহিলার। গুরুতর জখম মৃতার স্বামী ও মেয়ে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক। ঘটনায় যানজট তৈরি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সীমা দত্ত। বয়স ৩৮। তিনি ঝাড়গ্রামের সাঁকরাইলের বাসিন্দা। থাকতেন হাওড়া লিলুয়ায়। এদিন সকালে স্বামী মাধব দত্ত ও মেয়ের সঙ্গে বাইকে চেপে ঝাড়গ্রাম যাচ্ছিলেন। মুম্বই রোড ধরেন তাঁরা। উলুবেড়িয়ার পানমোড়ের কাছে একটি ডাম্পার তীব্র গতিতে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মাধববাবুর বাইকে। অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। সীমাদেবীর মাথার উপর দিয়ে চলে যায় ডাম্পারের চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম হন বাবা ও মেয়ে।

    খবর পেয়ে ঘটনাস্থলে আসে ট্রাফিক পুলিশ। মাধববাবু ও তার মেয়ে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তাঁরা সেখানেই চিকিৎসাধীন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক গাড়িটিকে। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)