• দিনেদুপুরে উত্তরপাড়ায় গাছ কাটা নিয়ে বিতর্ক! দ্রুত পদক্ষেপ বন দপ্তরের
    প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
  • সুমন করাতি, হুগলি: উত্তরপাড়া পুর এলাকার নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে। ফের উত্তরপাড়া পুরসভা এলাকায় গাছ কাটার অভিযোগ। ৯ নম্বর ওয়ার্ডে ভদ্রকালী স্কুল লেনে দিনের আলোয় একাধিক গাছ কাটার অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় পদক্ষেপ করেছে বন দপ্তর। এলাকার মানুষের অভিযোগ রবিবার সকাল থেকেই স্কুল লেনের একটি জমিতে একাধিক গাছ কেটে ফেলা হয়।

    খবর পেয়ে স্থানীয় মানুষ বন দপ্তরের কাছে অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে বন দপ্তর। কিন্তু এরপরেও সাধারণ মানুষের মনে প্রশ্ন, কেন স্থানীয় প্রশাসন এই বিষয়ে তৎপর হচ্ছে না? পুজোর আগে উত্তরপাড়ার ওই ৯ নম্বর ওয়ার্ডেই গাছ কাটার অভিযোগ ওঠে। সেই সময়েও বন দপ্তরের হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ হয়।

    এই বিষয় বন দপ্তরের এক কর্তা জানান, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও আরও সজাগ এবং তৎপর হতে হবে। কোনও জায়গায় গাছ কাটা দেখলেই স্থানীয় থানায় এবং বন দপ্তরের অফিসে অভিযোগ জানাতে বলা হয়েছে। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলার মিতালী বেজ জানান, “আমার কাছে এই ধরনের কোনও অভিযোগ আসেনি। আজ সকালে ওই এলাকা থেকেই একজন চিকিৎসক কিছু গাছের ডাল পালা সরিয়ে দেবার কথা বলেছেন। তবুও আমি খোঁজ নিয়ে দেখবো।”

    এই ঘটনায় জমির মালিক জানান, “আমার একটি জিটি রোডের ওপর গ্যারেজ আছে। রাস্তার উপর কাজ হয়। তাতে পাড়ার লোকের অসুবিধা হয়। তাই আমি ওই জমিতে কাজ করতে চাই। আমি আজ কোনও গাছ কাটিনি শুধু মাত্র ছেঁটে ফেলা হয়েছে।”
  • Link to this news (প্রতিদিন)