• এসআইআর আবহে জন্মের নথি যাচাইয়ে পুরসভায় নয়া প্রযুক্তি, কথা স্বাস্থ্যভবনের সঙ্গেও
    প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
  • স্টাফ রিপোর্টার: পুরনো বার্থ সার্টিফিকেট থাকা সত্ত্বেও নতুন জন্ম শংসাপত্রের জন্য পুরসভার লাইনে! কাতারে কাতারে লোকজন ভিড় করছেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া ঘিরে আতঙ্কের আবহে এমনই দৃশ্য দেখা যাচ্ছে পুরসভার বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট বিভাগের লাইনে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল বা নার্সিংহোমের পুরনো নথি থাকলেও যাতে জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট পেতে অসুবিধা না হয়, সেজন্য বিশেষ সফটওয়‍্যারের ব্যবস্থা করছে পুরসভা। আলোচনা চলছে স্বাস্থ্যভবনের সঙ্গেও।

    স্বাস্থ্যদপ্তরের এক কর্তা জানিয়েছেন, কোনও বাসিন্দা মহানগরীর কোনও হাসপাতাল, নার্সিংহোম বা মাতৃসদনের জন্মের নথি নিয়ে পুরসভায় এলে এবং কেন্দ্রীয় রেকর্ড রুম ও বরো অফিসে নথি থাকলে বার্থ সার্টিফিকেট পাবেন। চলতি সংশয়, ভীতির পরিমণ্ডলে অনেকে আবার চ্যাটবটের সাহায্য নিয়েও বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করছেন, ঠিক যেভাবে করোনাকালে মৃতের ডেথ সার্টিফিকেট সংগ্রহ করতে হত। তবে একসঙ্গে অনেকে চ্যাটবট ব্যবহার করলে সফটওয়্যার কাজ করে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তাই স্বাস্থ্যভবনের
    নতুন সফটওয়‍্যারের জন্য অপেক্ষা করছে পুরসভা।

    শুক্রবারই মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, প্রামাণ্য নথি থাকলে স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলে জন্মের শংসাপত্র দেবে পুরসভা। কিন্তু তা বলে পুরনো সার্টিফিকেট হাতে নিয়ে সেটারই নতুন কপির জন্য লাইনে? শনিবার দুপুর তিনটের পরও এমন দৃশ্য দেখা গিয়েছে। এক বিভাগীয় আধিকারিকের কথায়, “রোজ ৩০০টি আবেদনপত্র নেওয়া হবে। তথ্য খতিয়ে দেখে পাঠানো হচ্ছে স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য ভবনের সবুজ সংকেত পেলেই জন্মের নতুন শংসাপত্র দেওয়া হবে। শুক্রবার বিকেলেই মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষ পুর আইটি বিভাগকে শক্ত হাতে বিষয়টির মোকাবিলা করার নির্দেশ দেন। তবে পুরসভার কাছে এই সময়ে বড় চ্যালেঞ্জ দালালদের থেকে নাগরিকদের রক্ষা করা।

    শনিবার সকালে দফায় দফায় শীর্ষ পুরকর্তারা লাইন পরিদর্শন করেন। প্রামাণ্য নথি স্বাস্থ্য বিভাগের কম্পিউটারে স্ক্যান করে দেখা হয়েছে আসল না নকল। প্রতিটি শংসাপত্রে পুরসভার বিশেষ জলছবি থাকে, যা নকল করা কার্যত অসম্ভব। যাঁরা পুরনো বার্থ বা ডেথ সার্টিফিকেট সঙ্গে আনছেন, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)