আজ ৮ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, কখন থেকে শুরু যান চলাচল?
প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্ষণাবেক্ষণের জন্য আবারও বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। টানা ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে। অন্যতম ব্যস্ত এই সেতুতে যান চলাচল বন্ধ থাকায় অন্য সেতুগুলিতে ভিড় বাড়বে তা বলাই বাহুল্য। তবে প্রস্তুত রয়েছে প্রশাসন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, আজ, রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত, টানা ৮ ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়া গাড়িগুলিকে হাওড়া ব্রিজ পেরিয়ে জিটি রোড ও আন্দুল রোড দিয়ে বেরিয়ে যাবে। অন্যদিকে হাওড়া থেকে কোলাঘাটগামী পণ্যবাহী গাড়িগুলি ব্যবহার করতে পারবে আন্দুল রোড। সেগুলি আলমপুর মোড় দিয়ে বেরিয়ে যাবে।
বিদ্যাসাগর সেতুতে কাজ চলার সময় বিকল্প ব্যবস্থা হিসাবে সবাইকে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ শেষ হলে দুপুরে ফের শুরু হবে যান চলাচল।
উল্লেখ্য, ১১ ও ১২ অক্টোবরও আংশিক সময়ের জন্য দ্বিতীয় হুগলি সেতু তথা বিদ্যাসাগর সেতু বন্ধ ছিল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শনিবার অর্থাৎ ১১ তারিখ ভোর পাঁচটা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। আর রবিবার, ১২ অক্টোবর দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কোনও যান চলবে না এই সেতু দিয়ে। সেই সময় নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও সেতু না খোলার অভিযোগ তুলেছিলেন যাত্রীদের একাংশ। যানজট তৈরি হয়। তবে প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত স্বাভাবিক হয় পরিস্থিতি। তাই এবার কোনও ঝুঁকি নেওয়া হয়নি। যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে নির্দিষ্ট সময়ে খুলে দেওয়া হবে সেতু।