• মিড-ডে মিল নিয়ে গোলমাল, শিক্ষকদের আটকে রাখার অভিযোগ
    আনন্দবাজার | ০২ নভেম্বর ২০২৫
  • মিড-ডে মিল নিয়ে গোলমালের জেরে স্কুলের টিচার ইন চার্জ-সহ অন্য শিক্ষকদের ঘরে তালাবন্ধ করে রাখার অভিযোগ উঠল। শনিবার ঘটনাটি ঘটেছে জয়নগর ২ ব্লকের মণিরতট মণিপুকুর প্রাথমিক স্কুলে। অভিযোগ, স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য গোপাল ভাণ্ডারীর মদতেই শিক্ষকদের তালাবন্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।

    স্কুল ও স্থানীয় সূত্রের খবর, ওই স্কুলে মিড-ডে মিলের রান্না করেন চার মহিলা। তাঁদের সরিয়ে সম্প্রতি নতুন চার জনকে দায়িত্ব দিতে চান স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা স্কুলের ভি ই সি কমিটির সভাপতি গোপাল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দন জানা অবশ্য জানিয়ে দেন, মিড-ডে মিলের রাঁধুনি পরিবর্তন করতে হলে ব্লক প্রশাসনের অনুমতি লাগবে। তার জন্য আবেদন করার কথাও বলেন তিনি। কিন্তু অভিযোগ, শনিবার নতুন রাঁধুনিদের নিয়ে আসেন ওই পঞ্চায়েত সদস্য। আরও অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-সহ অন্য শিক্ষকেরা বিষয়টিতে সহযোগিতা না করায় তাঁদের স্কুলেরই একটি ঘরে তালা বন্ধ করে রেখে নতুন রাঁধুনিদের দিয়ে মিড-ডে মিলের প্রক্রিয়া চালু করেন তিনি। প্রায় দেড় ঘণ্টা তালা বন্ধ ছিলেন শিক্ষকেরা।

    ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, “আমাদের নিরাপত্তা কোথায়? বিষয়টি মৌখিক ভাবে স্কুল পরিদর্শককে জানানো হয়েছে। সোমবার ব্লক দফতরে জানাব।” এই চক্রের স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ বলেন, “এই ভাবে শিক্ষকদের আটকে রাখা দুর্ভাগ্যজনক। কী হয়েছে, খতিয়ে দেখা হবে। বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” এ ব্যাপারে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে স্থানীয় তৃণমূল বিধায়ক গণেশ মণ্ডল বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
  • Link to this news (আনন্দবাজার)