প্রকাশ্য রাস্তায় এক যুবককে ঘিরে ধরে মারধর করছে তিন যুবক। তাদের হাতে রয়েছে ধারালো অস্ত্র। চেঁচামেচি শুনে ছুটে আসেন অটোচালক থেকে স্থানীয়বাসিন্দারা। তাঁদের হাতে ধরা পড়ে যায় এক যুবক। তাকে পুলিশ আটক করেছে। শনিবার দুপুরেসোদপুরে এই ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনায় শনিবার রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রের খবর।
স্থানীয় সূত্রের খবর, পানিহাটির এক নম্বর ইন্দিরা নগরের বাসিন্দা ইন্দ্রজিৎ সামন্ত একটি অনলাইন বিপণন সংস্থার অস্থায়ী কর্মী। অভিযোগ, বেশ কিছু দিন ধরেই ব্যারাকপুরের এক জনের সঙ্গে তাঁর ঝামেলা চলছিল। অভিযোগ, সেই ঝামেলাকে কেন্দ্র করেশুক্রবার রাতে অচেনা একটি নম্বর থেকে বার বার ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল ইন্দ্রজিৎকে। এমনকি, প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ইন্দ্রজিৎ-ও ওই যুবকদের সামনে এসে কথা বলার জন্যহুঁশিয়ারি দেন।
এর পরে এ দিন দুপুরে সোদপুরের রথীন্দ্র সিনেমা এলাকায়ইন্দ্রজিৎ যখন নিজের কর্মস্থলেছিলেন, তখন তিন যুবক সেখানে আসে। ফোন করে তারা ইন্দ্রজিৎকে বাইরে ডাকে। অভিযোগ, তিনি অফিসের বাইরে আসতেই তাঁর উপরে ওই তিন যুবক চড়াও হয়। এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি মারা হয়। এমনকি, এক যুবক ছুরি দিয়েও ইন্দ্রজিৎকে মারার চেষ্টা করে বলে অভিযোগ। চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় অটোচালক এবং অন্যেরা সেখানে চলে আসেন। তাঁরা ওই তিন যুবককে ঘিরে ধরে পেটাতে শুরু করেন। এরই মধ্যে অভিযুক্ত দুই যুবক ইন্দ্রজিতের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। অন্য এক জন অবশ্য স্থানীয়দের হাত থেকে পালাতে পারেনি।
ঘটনার খবর পেয়ে চলে আসে খড়দহ থানার পুলিশ। তারা ওই যুবককে আটক করে। জানা যায়, হামলাকারী ওই তিন যুবক ব্যারাকপুর থেকে এসেছিল। প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, এক তরুণীকে কেন্দ্র করেই ইন্দ্রজিতের সঙ্গে অন্যদের এই ঝামেলা। তা থেকেই এ দিনেরঘটনা ঘটে।