এক রোগীর মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল। শুক্রবার রাতে, নিউ ব্যারাকপুর পুরসভার হাসপাতালে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে পুলিশ মোতায়েন করা হয়। মৃতের নাম সবুজ মণ্ডল (৩০)। নিউ ব্যারাকপুর থানা এলাকার এস এন ব্যানার্জি রোডের বাসিন্দা ছিলেন তিনি। তাঁর স্ত্রী, সন্তান, বাবা, মা আছেন।
সবুজের একটি মাংসের দোকান ছিল। মৃতের পরিবারের তরফে থানায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে। যার ভিত্তিতে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে। শনিবার দেহের ময়না তদন্ত করা হয়।
পরিবার সূত্রের খবর, বৃহস্পতিবার ওই ব্যক্তিকে পুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার তাঁর গলব্লাডারের অস্ত্রোপচার হয়। এর পরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রাতে তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, সময় মতো মৃত্যুর খবর দেওয়া হয়নি তাদের। অস্ত্রোপচারের পর থেকে রোগীর জ্ঞান ফেরেনি। বিকেলে রোগী ভাল আছেন বলা হলেও কিছু পরেই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। রাতে পরিবারের লোকেরা যখন রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে চান, তখনই রোগীকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা মেলেনি বলেও অভিযোগ উঠেছে।
নিউ ব্যারাকপুর পুর কর্তৃপক্ষ জানান, দুঃখজনক ঘটনা। তবে পুর প্রশাসনের কাছে অভিযোগ আসেনি। সূত্রের খবর, থানায় অভিযোগ হয়েছে। পুলিশ তদন্ত করবে। পুলিশ জানায়, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে।