‘বল, আমি বাংলাদেশি’! নদিয়ায় কৃষককে ‘মারধর’, বিএসএফের নামে পুলিশে অভিযোগ দায়ের
আনন্দবাজার | ০২ নভেম্বর ২০২৫
বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে। জখম রফিকুল মোল্লা সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে চাপড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। এসআইআরের আবহে এই ঘটনায় উত্তেজনা চাপড়া থানার সীমান্তবর্তী হাটখোলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হাটখোলা গ্রামে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন রফিকুল। ওই এলাকাতেই তাঁর বাড়ি। পেশা চাষবাষ। ওই ব্যক্তির দাবি, ‘‘চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ সেখানে কয়েক জন বিএসএফ জওয়ান হাজির হন। আমাকে জোর করে তুলে নিয়ে যান। একটি জায়গায় অনেক ক্ষণ ধরে বসিয়ে রাখা হয়।”
ওই কৃষকের আরও অভিযোগ, তাঁকে বাংলাদেশি সন্দেহে হেনস্থা করতে থাকেন জওয়ানেরা। তাঁকে দিয়ে স্বীকার করাতে চান তিনি ও পার থেকে অনুপ্রবেশ করেছেন। রফিকুল তা মানতে না চাওয়ায় চলে মারধর। তিনি বলেন, ‘‘এমনকি পায়ে শিকল বেঁধে বেধড়ক মারধর করা হয়েছে।’’ আহত ওই কৃষক হাসপাতালেও চিকিৎসাধীন।
ইতিমধ্যে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে ওই অভিযোগ নিয়ে বিএসএফের কোনও প্রতিক্রিয়া মেলেনি। কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল বলেন, ‘‘বিএসএফের কোম্পানি কমান্ডার এবং এক কর্মীর বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ পেয়েছি। কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল। কিন্তু উনি এখন অসমে আছেন। আমরা তদন্ত করছি।’’