• পাঁচটি পথ দুর্ঘটনায় মৃত এক, আহত পাঁচ
    আনন্দবাজার | ০২ নভেম্বর ২০২৫
  • শুক্রবার রাত থেকে শনিবার বিকেলের মধ্যে পাঁচটি দুর্ঘটনা ঘটল কলকাতার রাস্তায়। একটি ঘটনায় মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে উনিশ বছরের এক তরুণের। সব ঘটনা মিলিয়ে আহতের সংখ্যা পাঁচ। এর মধ্যে হাওড়া সেতুর উপর বাস থেকে নামতে গিয়ে পড়ে জখম হয়েছেন এক মহিলাও।

    পুলিশ সূত্রের খবর, মৃত তরুণের নাম সুমন দাস। শুক্রবার রাত ১০টা নাগাদ প্রগতি ময়দান থানা এলাকার বাসন্তী হাইওয়ে দিয়ে মোটরবাইকে যাচ্ছিলেন তিনি। বাইকটি চালাচ্ছিলেন শুভজিৎ মণ্ডল নামে আর এক জন। পশ্চিম চৌবাগার কাছে অন্য একটি মোটরবাইক ধাক্কামারে সুমনের বাইকে। রাস্তায় ছিটকে পড়লে তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওই রাতেই আড়াইটে নাগাদ হেয়ার স্ট্রিট থানা এলাকায় একটি বেপরোয়া মোটরবাইক ধাক্কা মারে অজয় পাত্র নামে বছর পঁয়ষট্টির এক প্রৌঢ়কে। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। শুক্রবারই বেলা ২টো নাগাদ হাওড়া সেতুর উপর মিনিবাস থেকে তড়িঘড়ি নামতে যান শ্যামলী সাহা নামে ৫৩ বছরের এক মহিলা। গুরুতর আহত অবস্থায় তাঁকে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

    শনিবার বেলা ১টা নাগাদ ওয়াটগঞ্জের লোহা ব্রিজের কাছে একটি বেসরকারি বাস ও মোটরবাইকের ধাক্কা লাগে। সোমেশ মণ্ডল নামে ছাব্বিশ বছরের এক যুবক চালাচ্ছিলেন মোটরবাইকটি। আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়। বেসরকারি বাসের চালকপলাতক। অন্য ঘটনায় এ দিন বেলা সাড়ে ১২টা নাগাদ সাদার্ন অ্যাভিনিউয়ে একটি মোটরবাইক ও ট্যাক্সির ধাক্কা লাগে। শ্যামল মজুমদার নামে এক ব্যক্তি মোটরবাইকটি চালাচ্ছিলেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ট্যাক্সিটিকে আটক করেছে পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)