কিংবদন্তি সুরস্রষ্টা শচীন দেব বর্মণের জন্মস্থান, বাংলাদেশের কুমিল্লায় আয়োজিত হল দুই দিনের ‘শচীন মেলা’। গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা এলাকায় ‘শচীন কর্তা’র পৈতৃক বাড়ির প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়ছার। রাজগঞ্জ ইউসুফ হাই স্কুল থেকে একটি বর্ণাঢ্য মিছিল বেরিয়ে শচীন দেব বর্মণের বাড়িতে গিয়ে শেষ হয়। শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক-সহ বিভিন্ন জগতের মানুষ তাতে অংশ নেন।
জেলা প্রশাসক আমিরুলের কথায়, ‘‘কুমিল্লাবাসী গর্ব বোধ করেন যে, শচীন কর্তার মতো সুরের রাজার জন্ম এই মটিতে। আগামী প্রজন্মের কাছে তাঁকে পরিচিত করে তোলা এবং তাঁর সাংস্কৃতিক অবদান স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই আয়োজন।’’ তিনি জানান, কাজী নজরুল ইসলাম এই বাড়িতে এসেছিলেন। বাংলাদেশের জাদুঘর কর্তৃপক্ষ কিছু দিন আগে এলাকাটি পরিদর্শন করে গিয়েছেন। তাঁরা শচীন দেব বর্মণের বাড়িটিতে সংগ্রহশালা ও সাংস্কৃতিক কেন্দ্র দ্রুত তৈরি করার আশ্বাস দিয়েছেন। জেলা প্রশাসক বলেন, সরকার পরিকাঠামো তৈরি করে দেবে। কিন্তু বাড়িটি যাতে নিছক ভবন হয়েই না থেকে যায়, সে দিকে নজর রেখে প্রয়োজন মতো উদ্যোগী হতে সাংস্কৃতিক জগতের মানুষের আহ্বান জানিয়েছেন তিনি।