• ‘মহাকুম্ভ আপনার কাছে ফালতু আর Halloween উদযাপন করছেন?’, ভোটের বিহারে বিজেপির নিশানায় লালু
    এই সময় | ০২ নভেম্বর ২০২৫
  • হ্যালোইনের সন্ধেয় নাতি-নাতনিদের সঙ্গে ছবি তুলে বিজেপির খোঁচায় বিদ্ধ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। কুম্ভমেলাকে ‘অর্থহীন’ বলেছিলেন, অথচ ঘটা করে বাড়িতে হ্যালোইন পালন করছেন?— এ ভাবেই লালুকে বিঁধল বিজেপি। লালুর মেয়ে রোহিনী আচার্য একটি ছবি পোস্ট করেন। রোহিনীর সন্তানরা হ্যালোইন কস্টিউমে সেজেছে। তাদের সঙ্গে পোজ় দিচ্ছেন দাদু লালুপ্রসাদ। সেই ছবি নিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব বিজেপি।

    রোহিনী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, ‘হ্যাপি হ্যালোইন টু এভরিওয়ান’। ভোটের বাজারে এই ছবিকেই কাজে লাগিয়ে জোর সওয়াল বিজেপির। বিজেপির কিষাণ মোর্চার (BJPKM) তরফে সেই ছবি শেয়ার করে লেখা হয়েছে, যাঁরা অন্যের বিশ্বাসে আঘাত করেন, তাঁদের একটিও ভোট দেবেন না।

    সেই পোস্টে লেখা হয়েছে, বিহারের মানুষ ভুলে যাবেন না, ‘ইনি সেই লালুপ্রসাদ যাদব, যিনি মহাকুম্ভের মতো বিশ্বাস ও আধ্যাত্মিকতার উদযাপনের উৎসবকে অর্থহীন বলে দাবি করেছিলেন। অথচ এখন হ্যালোইন উদযাপন করছেন।’

    কী বলেছিলেন লালুপ্রসাদ?

    চলতি বছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গিয়েছিলেন। পুণ্যলাভের আশায় লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন নদীতে ডুব দিয়েছেন। বিদেশ বিভুঁই থেকেও বহু মানুষ এসেছিলেন এখানে। সেই সময়ে লালুপ্রসাদ যাদবকে বলতে শোনা গিয়েছিল, ‘এ সব কুম্ভের অর্থ কী? ফালতু কুম্ভ কুম্ভ করছে।’ রাষ্ট্রীয় জনতা পার্টি বা RJD সুপ্রিমোর এই প্রতিক্রিয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়। সেই লালুর হ্যালোইন-উদযাপন ঘিরে কটাক্ষ বিরোধীদের।

  • Link to this news (এই সময়)