এই সময়, কোচবিহার: চলতি মাসের চার তারিখ থেকে এ রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন বা 'সার' শুরুর কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গোটা রাজ্যে এখন সাজ সাজ রব। রাজনৈতিক পারদ ঊর্ধ্বগামী। এরই মধ্যে ভোটার লিস্টে নিজেদের নাম ধরে রাখতে ঘরে ফিরছেন পরিযায়ীরা।
তাঁদের ঘরে ফেরাতে সক্রিয় ভূমিকা নিয়েছে তৃণমূল। কোচবিহারের প্রায় চার থেকে পাঁচ লক্ষ মানুষ ভিন রাজ্যে কাজ করেন। এই মানুষজনদের সিংহভাগ অংশই তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্ক। প্রতিবছরই ভোটের আগে যে ভাবে এঁদের ফিরিয়ে নিয়ে আসা হয়, ঠিক একই কায়দায় এ বার 'সার' ঘোষণা হতেই ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে তৃণমূল।
ইতিমধ্যেই এর জন্য বুথে বুথে কমিটি করছে রাজ্যের শাসকদল। প্রকাশ্য না বললেও বাড়ি ফেরাতে পরিযায়ীদের আর্থিক ভাবে সাহায্য করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ দিকে নিউ কোচবিহার স্টেশনে পূর্ব এবং দক্ষিণ ভারত থেকে আসা ট্রেনে বহু পরিযায়ীদের ফিরে আসতে দেখা যাচ্ছে। এর মধ্যে অবশ্য অনেকেই নিজের উদ্যোগে ফিরে আসছেন।
কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মাবসুনিয়া বলেন, 'যাঁরা ভিন রাজ্যে কাজ করেন তাঁদের পরিবার এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সকলকেই ১০ তারিখের মধ্যে কোচবিহারে আসতে বলা হচ্ছে। প্রত্যেকটি বুথে বুথ লেভেল এজেন্ট, বুখ সভাপতি এবং দলের পঞ্চায়েত সদস্যরা বিষয়টি তদারকি করছেন।'
পরিযায়ীদের যাতায়াতের খরচ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হবে কি না, এই রাঙ্কোর উত্তরে সাংসদ বলেন, 'কেউ সমস্যায় পড়লে বিষয়টি তখন দেখা যাবে।' এ দিন নিউ কোচবিহার স্টেশনে নামা গিতালদহর বায়রুল শেখ এবং আজহার আলি বলেন, 'হঠাৎ করে বাড়ি ফিরে আসতে হচ্ছে। এই সময়ে আসার কথা নয়। কিন্তু কী কাগজপত্র সই করতে হবে শুনছি। তাই আসতে হলো। কাজ ফেলে অতিরিক্ত টাকা খরচ করে বাড়ি ফিরলাম।'
শুধু এই দুটি পরিবারই নয়, দেশের বিভিন্ন প্রান্তে কাজ করা পরিযায়ীরা কোচবিহারে ফিরে আসছেন। এতদিন ভোটের সময়ে ভিন রাজ্যের শ্রমিকরা ঘরমুখী হতেন। কিন্তু 'সার'-এর ভয়ে অসময়েই তাঁদের বাড়ি ফিরতে হচ্ছে।