ময়নাগুড়িতে নদী থেকে উদ্ধার বৃদ্ধের দেহ, এলাকায় চাঞ্চল্য
বর্তমান | ০২ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রবিবার ময়নাগুড়িতে চাঞ্চল্যকর ঘটনা। এদিন দুপুরে ময়নাগুড়ির কলাখাওয়া নদী থেকে উদ্ধার হল এক বৃদ্ধের মৃতদেহ। ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধর নাম অনিল মন্ডল (৮৩)। তার বাড়ি ময়নাগুড়ি শহরের পেটকাটি এলাকায়।স্থানীয়দের মারফত জানা গিয়েছে, ওই বৃদ্ধ রবিবার নদীতে স্নান করতে গিয়েছিলেন। বেশ কিছুটা সময় কেটে গেলেও তিনি বাড়ি ফিরে না এলে ছেলে নদীতে খুঁজতে যায়। দেখা যায়, বৃদ্ধের দেহ ভাসছে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।