কলকাতা, ২ নভেম্বর : শক্তিক্ষয় করে নিম্নচাপে পরিণত হয়েছে ‘মন-থা’। এর মধ্যে চোখ রাঙাচ্ছে নতুন একটি নিম্নচাপ। আজ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এটি তৈরি হতে চলেছে। যার প্রভাবেই দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আগামী বুধ ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তালিকায় আছে দুই ২৪ পরগনা, নদীয়া ও দুই মেদিনীপুর জেলা। আজ রবিবার, ছুটির দিনে কেমন থাকবে কলকাতার আকাশ? বৃষ্টির সম্ভাবনা কতটা?
হাওয়া অফিস জানিয়েছে, মান-থা সরে যাওয়ায় আজ থেকে বৃষ্টি কমবে রাজ্যে। এদিন কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে যথাক্রমে ৩১ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৪.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি বেশি। গতকাল ভোর সাড়ে ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে।