কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন তিনি। আগামীকাল, অর্থাৎ সোমবার, শহরের এক বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠান। এই বিশেষ আয়োজনে কেন্দ্রীয় বিষয় হিসেবে থাকছে ‘বিকশিত ভারত’।
দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি, শিল্পক্ষেত্রের বিস্তার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন উপস্থিত অতিথিরা। শহরের শিল্প-বাণিজ্য ক্ষেত্রে ভারত চেম্বার অফ কমার্স দীর্ঘদিন ধরে যে ভূমিকা পালন করে আসছে, এই অনুষ্ঠান তার এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ওম বিড়লার উপস্থিতি এই বর্ষপূর্তি উদযাপনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।