সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টির কর্মী দুলারচাঁদ যাদবকে খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন মোকামা কেন্দ্রের জেডি(ইউ) প্রার্থী অনন্ত সিং। তাঁর গ্রেপ্তারির পরই ফুঁসে উঠলেন লালুপ্রসাদ যাদবের পুত্র তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “বিহারে মহা জঙ্গলরাজ চলছে।”
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী বলেন, “ঘটনার পর এটা হওয়ারই ছিল। প্রধানমন্ত্রী আজ পাটনায় রোড শো করবেন। এদিকে বিহারের একাধিক জায়গায় অপরাধ চলছে। তিনি কি এটা দেখতে পাচ্ছেন না?” তিনি আরও বলেন, “সম্প্রতি আরা এবং রোহতাসে বাবা-ছেলেকে খুন করা হয়েছে। বিহারে প্রতিদিনই কোথাও না কোথাও গুলি চলে। রাজ্যে মহা জঙ্গলরাজের পরিস্থিতি তৈরি হয়েছে।” মোদিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী গুজরাটে কারখানা তৈরি করছেন আর তিনি বিহার ভোটে জিততে চান। এটা আর চলবে না। গত ১১ বছরে কোনও কর্মসংস্থান তৈরি করেনি তিনি। এখন প্রধানমন্ত্রী ১ কোটি চাকরি দেওয়ার কথা বলছেন। এটা কেবল একটা কৌশল।”
প্রসঙ্গত, নিহত দুলারচাঁদ মোকামা অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। একদা লালুর ঘনিষ্ঠ ছিলেন তিনি। সক্রিয় আরজেডি কর্মী দুলারচাঁদ গত শতকের নয়ের দশকে প্রভাবশালী হিসেবে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। তবে পরে তিনি দল বদল করে পিকের দলে যোগ দেন। সম্প্রতি তিনি মোকামার জন সুরাজ পার্টির প্রার্থী প্রিয়দর্শী পিযূষের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। এক পর্যায়ে সেই মিছিল অনন্তর সমর্থনে মিছিলের সামনে চলে আসে। তারপরই বচসা বেঁধে যায় দু’পক্ষের মধ্যে। সংঘর্ষে মৃত্যু হয় দুলারচাঁদের।