• স্কুলেই আত্মঘাতী বালিকা! মৃত্যুর পরই মোছা হল রক্তের দাগ, জয়পুর কাণ্ডে ঘনাচ্ছে রহস্য
    প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ বছরের এক ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য ঘনাচ্ছে জয়পুরে। নিজের স্কুলেরই বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার। প্রাথমিক ভাবে এই মৃত্যু আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। কিন্তু তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন যেখানে ছাত্রীর দেহ পড়েছিল তা পরিষ্কার করে দেওয়া হয়েছে! আর এখান থেকেই ঘনাচ্ছে রহস্য। প্রশ্ন উঠছে, প্রমাণ লোপাটের চেষ্টার জন্যই কি এমন করা হল?

    সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, চতুর্থ শ্রেণির ছাত্রীটি বারান্দার রেলিংয়ে গিয়ে বসছে। আর তারপরই সে পড়ে যাচ্ছে সেখান থেকে। জানা যাচ্ছে, মেয়েটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নাকি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে পুলিশ অফিসাররা মেয়েটির স্কুল নীরজা মোদি স্কুলে পৌঁছে দেখতে পান ঘটনাস্থলে রক্তের ছিটেফোঁটাও নেই। সব মুছে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করেছে মৃত বালিকার পরিবার। তাঁদের দাবি, এই ঘটনায় স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভূমিকা খতিয়ে দেখা হোক। কী করে স্কুলের ভিতরে এমন ঘটতে পারে তা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা। প্রশ্ন ঘটনাস্থল মুছে দেওয়া নিয়েও। এখনও পর্যন্ত এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষ।

    যদি ধরেই নেওয়া যায়, মেয়েটি আত্মহত্যা করেছে, কেন সে এমন করল সে সম্পর্কে কোনও হদিশ মিলছে না। মা-বাবার একমাত্র সন্তান ছিল মেয়েটি। মা কাজ করতেন ব্যাঙ্কে। বাবাও বেসরকারি অফিসের চাকুরে। ময়নাতদন্তের পরই এফআইআর করেন তাঁরা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)